ফের হতাশ করলেন কোহলি! টেস্ট ফরম্যাটে বিরাটের ব্যর্থতা বাংলাদেশের মাটিতেও অব্যাহত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল বাংলাদেশকে ২২৭ রানের মধ্যে বেঁধে ফেলেছিল ভারতীয় দল। উমেশ যাদব এবং রবি অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ একসময় ভালো অবস্থায় থেকেও শেষ পাঁচ উইকেট হারিয়েছিল মাত্র ১৪ রানের মধ্যে। এরপর গতকাল ভারতীয় দুই ওপেনার ব্যাটিং করতে নেমে ১৯ রান তুলেছিল।

লোকেশ রাহুলের সেই সিরিজে অফ ফর্ম অব্যাহত থাকে আজকেও। রাহুল (১০) এবং গত ম্যাচে শতরান করা শুভমান গিলকে (২০) প্যাভেলিয়ানে ফেরত পাঠিয়েছিলেন তাইজুল ইসলাম। দুজনেই বাংলাদেশের স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন। এরপর চেতেশ্বর পূজারাকেও (২৪) নিজের শিকার বানিয়েছিলেন তাইজুল। তার আগে অবশ্য টেস্ট ক্রিকেটে পুজারা ডন ব্র্যাডম্যান রান সংখ্যাকে অতিক্রম করে নিজের ৭০০০ রান পূর্ণ করে ফেলেছিলেন।

এরপর সকলেই তাকিয়ে ছিলেন বিরাট কোহলির দিকে। আশা ছিল যে তিনি নিজের টেস্ট ফরম্যাটের অফফর্ম কাটিয়ে আজ রানে ফিরবেন। চলতি বছরের শেষ ভাগে এসে বিরাট কোহলি টি-টোয়েন্টি ফরমেটে এবং ওডিআই ফরম্যাটে দীর্ঘদিনের খরা কাটিয়ে শতরান পেয়েছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির শতরান সংখ্যা ৭২।

atti kohli

সকলেই আশা করেছিলেন যে আজ টেস্ট ফরম্যাটেও নিজের পরিচিত ছন্দে ফিরবেন বিরাট। এই বছর ভারতীয় দলের হয়ে শেষবার মাঠে নামছেন তিনি। বিরাট কোহলি আজ নিজেকে বেশ কিছুটা সময়ও দিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি ৭৩ বল খেলে মাত্র ২৪ রান করে তাসকিন আহমেদের বলে খোঁচা দিয়ে বাংলাদেশের উইকেটরক্ষকের দস্তানায় ধরা পড়েন বিরাট। নিজের শেষ ৯ টেস্ট ইনিংসে চূড়ান্ত হতাশ করেছেন তিনি।

তবে ভারতীয় দলের ইতিমধ্যে এই লিড তুলে নিয়েছে। দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতরানের গন্ডি পেরিয়ে নট আউট রয়েছেন রিশভ পন্থ ও শ্রেয়স আইয়ার। দুজনেই এইমুহূর্তে ব্যাট হাতে ছন্দে রয়েছেন। প্রতিবেদনটি লেখার সময় ছয় উইকেট হাতে নিয়ে ভারতের লিড ১১ রানের।

Reetabrata Deb

সম্পর্কিত খবর