আবার অবিক্রীত সাকিব, নিলামে রেকর্ড গড়ে পাঞ্জাবে গেলেন T-20 বিশ্বকাপ নায়ক স্যাম ক্যারান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতবারের আইপিএলের মেগা নিলামে অবিক্রীত ছিলেন সাকিব আল হাসান। তখন অনেক দিক থেকে দাবি করা হয়েছিল যে তিনি আইপিএলের সময় বাংলাদেশের হয়ে সিরিজ খেলবেন, সেই জন্য তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোন দল। কিন্তু এবারের আইপিএলের মিনি অকশনও তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখালো না কেউ।

তবে আজ আইপিএল অকশনে রেকর্ড গড়লেন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার স্যাম ক্যারান। আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দামে রেকর্ড সৃষ্টি করে ১৮.২৫ কোটি টাকায় তাকে দলে নিলো পাঞ্জাব। সেই সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের হয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করা সিকান্দার রাজাকেও ৫০ লাখ টাকা নিজেদের দলে শামিল করেছে পাঞ্জাব।

গত মরশুমে পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু তিনি একেবারেই ছন্দে ছিলেন না। অধিনায়ক হিসেবেও দলকে কোন সাফল্য এনে দিতে পারেননি তিনি। ফলে তাকে মিনি অকশনের আগে রিলিজ করে দিয়েছিল প্রীতি জিন্টার দল। কিন্তু আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রীতিমত লড়াই করে তাকে ৮.২৫ কোটি টাকায় দলে নিলো সানরাইজার্স হায়দরাবাদ।

তার আগেই অবশ্য সকলকে চমকে দিয়েছিল তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের সাথে রীতিমতো লড়াই করে ১৩.২৫ কোটি টাকায় সদ্য পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনটি শতরান করা ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুকসকে দলে নিয়েছে এসআরএইচ। কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করার পর তাকে ইংল্যান্ডের বিরাট কোহলি বলে আখ্যা দিয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। অধিনায়কের ধারণা ছিল যে পৃথিবীর সব পরিস্থিতিতে এবং সবরকম পিচে রান করার ক্ষমতা রাখেন ব্রুকস। তাকে পেয়ে খুশি হবে এসআরএইচ ম্যানেজমেন্ট।

এছাড়া আজকে নিলামে চেন্নাই সুপার কিংস ঘরে তুলেছে অজিঙ্কা রাহানেকে। তার বেশ প্রাইস ৫০ লাখ টাকাতেই তাকে পেয়ে গিয়েছে সিএসকে। কিন্তু দুর্ভাগ্যবশত দল পায়নি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট এবং কিছুদিন আগেই টি-টোয়েন্টি ফরমেটে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে শতরান করা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রিলি রসৌ।

এর আগে আইপিএল নিলামের প্রথম বিডেই দেখা গিয়েছিল চমক। দীর্ঘদিন ধরে সানরাইজার্স হায়দরকবাদের পরিবারের অংশ থাকা কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে গত মরশুমের পর ছেড়ে দিয়েছিল এসআরএইচ ম্যানেজমেন্ট। আজ আইপিএলের মিনি অকশনের অংশ হয়েছিলেন তিনি। বেস প্রাইসেই অর্থাৎ ২ কোটি টাকাতেই তাকে ঘরে তুলেছে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। নিজের সানরাইজার্সের পুরনো সতীর্থ ঋদ্ধিমান সাহার সাথে ব্যাটিং করতে দেখা যাবে তাকে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর