ঠিক যেন চলমান সিনেমা হল! রয়েছে বিমানের মত ইন্টেরিয়রও, এই বৈদ্যুতিক গাড়িটি দেখে হুঁশ উড়েছে সবার

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে এখন সর্বত্ৰ পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) ব্যবহার। মূলত, খরচ এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই সকলেই আকৃষ্ট হচ্ছেন এগুলির প্রতি। এমতাবস্থায়, তুমুল চাহিদার ওপর ভিত্তি করে একের পর এক দুর্দান্ত বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসছে প্রস্ততকারী সংস্থাগুলি। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি অত্যাধুনিক গাড়ির প্রসঙ্গ সামনে এসেছে।

মূলত, Aehra নামের একটি ইলেকট্রিক কার স্টার্টআপ এবার তাদের বৈদ্যুতিক গাড়িটিকে এমন ভাবে সাজিয়েছে যেটিতে একাধিক দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করতে পারবেন যাত্রীরা। ইতালিয়-আমেরিকান এই কোম্পানি তাদের ইলেকট্রিক গাড়িতে দিয়েছে সবচেয়ে বড় মাল্টি-স্ক্রিন ডিসপ্লে। শুধু তাই নয়, স্পোর্টস কার-ডিজাইনের এই EV-তে বিমানের মতো ইন্টেরিয়রও রয়েছে। জানা গিয়েছে, গত অক্টোবরেই লঞ্চ হয়ে গিয়েছে গাড়িটি। এবার তা বিক্রির জন্য উপলব্ধ হবে।

বিশ্বের সবথেকে বড় ডিসপ্লে: এই বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটির ড্যাশবোর্ডে উপস্থিত স্ক্রিন। এটি BMW i7-এর ভিতরে পাওয়া ৩১-ইঞ্চির 8K ডিসপ্লের থেকেও বড়। ড্যাশবোর্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রসারিত রয়েছে ডিসপ্লেটি। যেটি মোট তিনটি ভাগে বিভক্ত রয়েছে। যেখানে গতি, নেভিগেশনের মতো ড্রাইভ সম্পর্কিত তথ্য দেখানো ছাড়াও, স্ক্রিনটিতে সামনের দিকের দু’টি ক্যামেরার ছবিও দেখা যায়। এগুলি পরপর একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটি হোম থিয়েটারে পরিণত হয়।

এদিকে, এই বড় স্ক্রিনের ঠিক নিচে একটি ছোট ডিসপ্লে রয়েছে। যেটিতে হিটিং এবং ভেন্টিলেশনের মতো একাধিক গুরুত্বপূর্ণ কন্ট্রোল রয়েছে। পাশাপাশি, এই বৈদ্যুতিক SUV-র ইন্টেরিয়র ডিজাইনটি এরোপ্লেন দ্বারা অনুপ্রাণিত হয়েছে। গাড়িটির সিটগুলি অ্যালুমিনিয়াম, পুনর্ব্যবহারযোগ্য কার্বন ফাইবার কম্পোজিট এবং চামড়া দিয়ে তৈরি। এছাড়াও, কেবিনটিতে পর্যাপ্ত লেগরুম এবং সম্পূর্ণরূপে হেলান দেওয়ার মত সিটের ব্যবস্থাও রয়েছে।

whatsapp image 2022 12 24 at 2.37.57 pm

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই বৈদ্যুতিক SUV-টি পাঁচ মিটারের বেশি লম্বা এবং এটির ২৪ ইঞ্চির চাকা রয়েছে। অত্যাধুনিক এই EV-তে দেওয়া বৈদ্যুতিক মোটরটি ৮০০ hp পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। পাশাপাশি, এটির সর্বোচ্চ গতি হল ২৬৫ kmph। এমতাবস্থায়, কোম্পানি সূত্রে দাবি করা হচ্ছে যে, এই EV একবার চার্জে প্রায় ৮০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর