বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল কোচিতে আয়োজিত আইপিএল অকশনটা খুব একটা খারাপ কাটেনি চেন্নাই সুপার কিংসের। মুম্বাইয়ের হয়ে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা প্রাক্তন ভারতীয় অধিনায়ক অজিঙ্কা রাহানাকে দলে সামিল করেছে তারা। সেই সঙ্গে বেশ কিছু তরুণ প্রতিভাবান ভারতীয় কেউ দলে সামিল করেছেন তারা।
কিন্তু কালকে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বড় সাফল্য হল ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এবং কিছুদিন আগে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নেওয়া। চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে বরাবরই প্রবল গভীরতা থাকে। স্টোকসকে দলে সামিল করে নিজেদের মিডল অর্ডারের দৃঢ়তা এবং ব্যাটিং গভীরতা দুটোই অনেকটা বাড়িয়ে ফেললো ধোনির দল।
চেন্নাই সুপার কিংসে আগে থেকেই ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার সঙ্গে এবার স্টোকস যুক্ত হওয়ায় তাদের স্কোয়াড যে অনেকটাই শক্তিশালী হয়ে গেল সেই নিয়ে কোনও সন্দেহ নেই। তাকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও। মনে করা হচ্ছে যে ধোনি আসন্ন আইপিএলে সিএসকের জার্সি গায়ে শেষবার মাঠে নামবেন। সেক্ষেত্রে পরবর্তীকালে স্টোকসকে যদি ইয়েলো আর্মির অধিনায়ক হিসেবেও দেখা যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই।
সিএসকের সিইও কাশি বিশ্বনাথ জানিয়েছেন যে ধোনি নিলামে একজন তারকা অলরাউন্ডার নেওয়ার কথা জানিয়েছিলেন এবং স্টোকসকে নেওয়ায় সন্তুষ্ট তিনি। এর আগেও আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টস ফ্রাঞ্চাইজির হয়ে দুজনে একসঙ্গে খেলেছেন।
স্টোকসের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে নিউজিল্যান্ডের দীর্ঘদেহি কাইল জেমিশনকেও দলে নিয়েছে সিএসকে। যদিও এত জন অলরাউন্ডারের ভিড়ে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।