বাংলা হান্ট নিউজ ডেস্ক: বলের দখল বেশি, সুযোগ তৈরি বেশি, ডুয়েল জিতলেন বেশি, এমনকি অফসাইডও বেশি, কিন্তু কোনওভাবেই গোল এলো না। উল্টে ম্যাচের ৭০ মিনিটে গোল হজম করতে হলো এবং সেই গোলের কারণেই পরপর দুটি ম্যাচে জয় অধরাই থেকে গেল এটিকে মোহনবাগানের কাছে। লিগের লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে টপ ২-এর লড়াই থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়লো সবুজ মেরুণ শিবির।
নর্থইস্ট ইউনাইটেড আজ চলতি আইএসএলে নিজেদের ১১ তম ম্যাচ খেলতে নেমেছিল। এর আগের ১০টি ম্যাচের ১০টি-তেই হারের মুখ দেখতে হয়েছিল তাদের। এই ১০ ম্যাচে মোট ২৭ গোল হজম করেছিল তারা। কিন্তু আজ গোল না খেয়ে এবং তাদের কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডানের হেডারে ম্যাচ জিতলো নর্থইস্ট।
নভেম্বর মাসে এই কলম্বিয়ান স্ট্রাইকারকে ফ্রি ফুটবলার হিসাবে দলে নিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। মুম্বাই সিটি এবং ওড়িশার বিরুদ্ধে তাকে শুরু থেকে মাঠে নামাননি সদ্য দায়িত্ব নেওয়া নর্থইস্ট কোচ ভিনসেঞ্জো আলবার্তো। কিন্তু চেন্নাইয়ান, গোয়া এবং এটিকে মোহনবাগানের বিরুদ্ধে কোচ তাকে শুরু থেকে নামিয়েছিলেন এবং তিনটি ম্যাচেই তিনি গোল করেছেন। আজ তার একটি শট পোস্টে লেগে না ফিরলে জোড়া গোল করতে পারতেন কলম্বিয়ান স্ট্রাইকার।
আজকের অপর ম্যাচে ছাঙতে ও গ্রেগ স্টুয়ার্টের গোলে চেন্নাইয়ান এফসিকে ২-১ ফলে হারিয়েছে মুম্বাই সিটি এফসি। আজ পিছিয়ে পড়েও জয় পায় মুম্বাই। চলতি মরশুমে তারা ১১ টি ম্যাচ খেলে এখনো একটিও ম্যাচ হারেনি। ৮টি ম্যাচে জয় ও ৩টি ম্যাচ ড্র করেছে তারা।
এদিকে আজকের হারের পর ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বর স্থানেই রয়ে গেল এটিকে মোহনবাগান। মুম্বাই সিটি ২৭ ও হায়দরাবাদ এফসি ২৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।