‘মহম্মদ সেলিম এখন BJP-র বড় এজেন্ট’, রাম-বামের ঝাণ্ডা মিছিল নিয়ে কটাক্ষ কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ লাগাতার প্রকাশ্যে উঠে আসা আবাস দুর্নীতি (Awas Corruption) নিয়ে রীতিমতো জেরবার রাজ্যসরকার। দিক দিক থেকে ধেয়ে আসছে এই একই দুর্নীতির অভিযোগ। সম্প্রতি ক্রমবর্ধমান এই আবাস দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি সহ রাজ্যের অন্যান্য বিরোধী দল। তেমনি শুক্রবার আবাস যোজনা প্রকল্পে স্বজনপোষনের অভিযোগ তুলে একজোটে মিছিল বেরিয়েছিল হুগলির (Hooghly) দাদপুর থানা এলাকার পাঁজিপুকুরের হারিট গ্রাম পঞ্চায়েতে। সেখানেই ঘটে অবাক করা ঘটনা। সেদিনের সেই গেরুয়া মিছিলে দলীয় পতাকা হাতে নিয়ে সামিল হয়েছিলেন কয়েকজন বাম প্রতিনিধি। রাম-বামের (CPM-BJP) একজোটে মিছিলের এই ঘটনা ঘিরেই এখন তোলপাড় বঙ্গ রাজনীতি।

রাজ্য সরকারের বিরুদ্ধে হুগলির দাদপুর থানা এলাকার পাঁজিপুকুরের হারিট গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই গেরুয়া মিছিলে লাল ঝান্ডা হাতে কয়েকজনকে শোনা গিয়েছিল ‘মোদী জিন্দাবাদ’ স্লোগান তুলতেও। রাম-বামের এই মিছিল নিয়েই কটাক্ষে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঘটনা প্রসঙ্গে বাম নেতা মহম্মদ সেলিমকে (Mohammed Salim) একহাত নিয়ে তৃণমূল নেতার মন্তব্য, মহম্মদ সেলিম এখন গেরুয়া বাহিনীর এক বড় এজেন্ট।

kunal

ঠিক কী মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র? এদিন সমবায় নির্বাচনে বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম তৃণমূলের কর্মীদের দেখতে নন্দীগ্রামে পৌঁছেছিলেন কুণাল ঘোষ। সেখান থেকেই তির্যক মন্তব্য করে তিঁনি বলেন, ‘বিজেপির মিছিলে এখন সিপিএম। মহম্মদ সেলিম এখন বিজেপির বড় এজেন্ট। বিজেপির দুই ভাই – সিপিএম আর কংগ্রেস। যেখানে বিজেপি ঢুকতে পারছে না, সেলিমের পার্টিকে পাঠিয়ে দিচ্ছে। বলছে, ভোটটা ভাগ করো, মানুষকে ভুল বোঝাও। বিজেপির দালাল। নাহলে একসঙ্গে সিপিএম ও বিজেপির মিছিল? এটাই হল সিপিএমের আসল চেহারা। নিজেদের দম নেই, তাই মিছিল করছে একসঙ্গে। সিপিএম বিজেপি হাতে হাত মিলিয়ে এক পতাকা নিয়ে মিছিল করছে।’ কুণালের এই মন্তব্য ঘিরেই রীতিমতো শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহলের সর্বত্রে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর