ধুয়ে সাফ তৃণমূল! মাদ্রাসার ৬ টি আসনই বামেদের দখলে

বাংলা হান্ট ডেস্কঃ বিরাট জয় লাল বাহিনীর। শাসকদল তৃণমূলকে (TMC) পরাজিত করে বাঁশবেড়িয়ায় (Bansberia) মাদ্রাসা নির্বাচনে (Madrasa Election) জয়ী সিপিএম (CPM)। রবিবার বাঁশবেড়িয়া ঈদ মহম্মদ হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন হয়। গণনা শেষে দেখা যায়, শাসকদলের প্রার্থীদের হারিয়ে বামপন্থী ছয় জন প্রার্থীই জয়লাভ করেছেন। প্রসঙ্গত, পূর্বে ছ’জন সদস্যই ছিল তৃণমূলের। তবে এবার ঘাসফুলকে হারিয়ে মাদ্রাসার ৬ টি আসনই গেল বামেদের ঝুলিতে।

খাতাই খুলতে পারল না শাসকদল। বাঁশবেড়িয়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ড ইসলামপাড়া ঈদ মহম্মদ হাই মাদ্রাসায় মোট ভোটার সংখ্যা ১৩০৮। রবিবার ভোট দিয়েছেন মোট ৬৭৭ জন ভোটার। ভোট গণনা শেষ হয় রাত সাড়ে দশটা নাগাদ।

লাল বাহিনীর বিপুল এই জয় প্রসঙ্গে সিপিএম নেতা জুলফিকার আলি জানান, “মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ঠিকঠাক চলছিল না। অনেক অভিযোগ ছিল। সেগুলো নিয়ে অভিভাবকদের মধ্যে প্রচার করেছি। মানুষ বুঝতে পেরেছেন যেভাবে মাদ্রাসা পরিচালনা হচ্ছিল তার পরিবর্তন হওয়া দরকার। আমাদের এই জয় কোনও দলের জয় না। মাদ্রাসার অভিভাবকদের জয়। এবার সবাইকে নিয়ে স্কুলের উন্নতি করাই হবে লক্ষ্য, যে ভাবে শিক্ষায় দুর্নীতি হয়েছে। শিক্ষা মন্ত্রী থেকে আধিকারিকরা জেলে গিয়েছেন মানুষ সব বুঝতে পারছে।”  পাশাপাশি  নিজেদের জয়ে ব্যাপক খুশি হয়ে আসন্ন পঞ্চায়েত ভোটেও অনুরূপ ফলের আসা রাখছেন বাম নেতা।

cpm

নিজেদের লজ্জার এই হারের পর কার্যতই অস্বস্তিতে শাসকদল। এই বিষয়ে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা চট্টোপাধ্যায়ের মন্তব্য, “মাদ্রাসা নির্বাচনের দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। বিধায়ক দেবরাজ পালকে দিয়েছিলেন। কেন পরাজয় হল যারা দায়িত্বে ছিলেন তারাই বলতে পারবেন।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর