আবাস দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় বিজেপি কর্মীকে বেধড়ক মারধর! উত্তপ্ত ক্যানিং

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে নিয়ত প্রকাশ্যে একের পর এক আবাস দুর্নীতির (Awas Corruption) অভিযোগ। দিনদিন আরও লাগামছাড়া হয়ে উঠছে দুর্নীতির পরিমান। একদিকে স্থানীয় নেতা-মন্ত্রীদের নামে ভরেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) তালিকা, অন্যদিকে নিজেদের ন্যায্য পাওনার দাবিতে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে বঞ্চিত মানুষজন। সাথেই দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছে রাজ্যের বিরোধী দলগুলিও। এবার এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় এক বিজেপি কর্মীকে (BJP Worker) বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিং (Canning) এ। অভিযোগ, রবিবার রাতে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের কোড়াকাঠি গ্রামে আবাস দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম সমর্থক সাধন পুরকাইত।

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মী নিকারীঘাটার কোড়াকাঠির বাসিন্দা। পেশায় তিঁনি একজন গ্যাস সাপ্লায়ার। ঘটনার দিন তিনি তাঁর ভ্যান নিয়ে বেরিয়েছিলেন সারাই করার কাজে। কোড়াকাঠি মোড়ে ভ্যান নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় হঠাৎই ২০ জন লোক তাঁকে ঘিরে ধরে। এরপর লাঠি, রড দিয়ে তাঁর ওপর আক্রমণ চালায় তাঁরা। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এরূপ কাজ করেছে বলে দাবি এলাকার বিজেপি কর্মী-সমর্থকের।

cpm bjp

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ক্যানিং ১ নম্বর মণ্ডল সহ সভাপতি কিংকর মণ্ডল বলেন, ‘আমরা আবাস যোজনার দুর্নীতি নিয়ে শনিবার ক্যানিং ১ বিডিও সাহেবকে একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম। সেই সময় ওই বিজেপি কর্মী সাধন পুরকাইত আমাদের সঙ্গে ছিলেন। সেই অপরাধেই তাঁকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তবে শুধু মারধর করে ক্ষান্ত হয়নি তারা, আমাদের ওই কর্মীকে শাসিয়ে বলে, যদি কেউ এরপরও বিজেপি করে, তবে তাদের চরম পরিণতি হবে।’

অন্যদিকে, বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে  স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন আক্রমণের ঘটনার খবর পেয়ে গুরুতর জখম বিজেপি কর্মীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে দলের লোকজন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই কর্মী। অন্যদিকে, দুই দলের অভিযোগ শুনে পুরো ঘটনার তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর