টেস্টে করুণ অবস্থা কোহলি ও রাহুলের! ব্যাট হাতে তাদের টপকে গিয়েছেন অশ্বিন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত তিন চার বছরে ভারতীয় টেস্ট দলের (India’s Test Squad) পরিস্থিতিটা পুরোপুরি বদলে গিয়েছে। একসময় যে ক্রিকেটারদের ছাড়া ভারতীয় টেস্ট দল কল্পনা করা যেত না, কোহলির (Virat Kohli) অধিনায়কত্বে যারা ভারতকে টেস্ট ক্রমতালিকার শিখরে তুলে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে কেউ কেউ ভারতীয় দলেরই বাইরে আবার কেউ কেউ দলে থেকেও অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন।

চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স করার কারণে চলতি বছরের শুরুর দিকে ভারতের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। কিন্তু তারপর কাউন্টি ক্রিকেট খেলে, সেখানে দুর্ধর্ষ ব্যাটিং করে ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি। অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), যিনি অধিনায়কত্ব এবং ব্যাটিং দুই দিক দিয়েই ভারতীয় দলের সম্পদ ছিলেন, তিনিও ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারনে বর্তমানে ভারতীয় দলের বাইরে।

   

pujara rahane

ভারতীয় দলে থাকলেও অত্যন্ত করুণ অবস্থা লোকেশ রাহুল (KL Rahul) এবং বিরাট কোহলির। বিশেষ করে চলতি বছরে একেবারেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন দুই তারকা। অন্যান্য ফরম্যাটে সাফল্য পেলেও টেস্টে কিভাবে সফল হতে হয় সেই ধারণাই যেন হারিয়ে ফেলেছেন ভারতের দুই ম্যাচ উইনার। পরিসংখ্যানের দিক দিয়ে চলতি বছরে টেস্ট ফরম্যাটে ৮ নম্বরে ব্যাটিং করতে নামা রবি অশ্বিনও (Ravi Ashwin) তাদের চেয়ে এগিয়ে রয়েছেন।

চলতি বছরে বিরাট কোহলি ১১ টি টেস্ট ইনিংস খেলে ২৬৫ রান করেছেন। লোকেস রাহুল খেলেছেন ৯ টি টেস্ট ইনিংস এবং করেছেন মাত্র ১৩৭ রান। তাদের দুজনকে টেক্কা দিয়ে মাত্র ১০ টি ইনিংস খেলে ২৭০ রান করেছেন টেস্ট ফরম্যাটে ভারতের সবচেয়ে বড় তারকা অলরাউন্ডার রবি অশ্বিন।

বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টের চারটি ইনিংস মিলিয়ে মাত্র ৫৭ রান করেছেন লোকেশ রাহুল। সমসংখ‍্যক ইনিংস খেলে মাত্র ৪৫ রান করেছেন বিরাট কোহলি। ব্যাট হাতে কোনও গুরুত্বপূর্ণ যোগদান দিতে পারেননি তারা। সেই জায়গায় রবি অশ্বিন প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৫৮ রানের একটা কার্যকরী ইনিংস খেলে ভারতকে বড় লিড নিতে সাহায্য করেছিলেন। দ্বিতীয় টেস্ট ম্যাচেও মোট ৫৪ রান করে ভারতকে কঠিন পরিস্থিতি থেকে ব্যাট হাতে জয় এনে দিয়েছেন তিনি। টেস্ট ফরম্যাটে ভারতের ক্রিকেটের ইতিহাসে সেরা অলরাউন্ডার হওয়ার পথে বেশ কিছুটা এগিয়ে গিয়েছেন অশ্বিন।

 

ad2
Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর