উষ্ণতার রেকর্ড উত্থান! তবে আজ থেকেই নামবে তাপমাত্রার পারদ, একনজরে আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্ক : উষ্ণতম বড়দিন (Weather Report Today)। শুধু তাই নয়, সর্বনিম্ন তাপমাত্রার ঊর্ধ্বমুখী লাফ ভেঙেছে ১৮ বছর পুরোনো রেকর্ড। ২০০৪ সালের পর এই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরে উঠেছে কলকাতায়। এর আগে ২০০৪ সালে ২১ শে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ১৯.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৬.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৫২%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৭%

আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ৭২ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে ছয় ডিগ্রির মতো। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আজ বুধবার থেকে আগামী ৩-৪ দিন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অপরদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরের মতো দক্ষিণেও আজ থেকে পরপর ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামীকালের আবহাওয়া : আজ থেকে আবারও শীতের আমেজ ফিরতে চলেছে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, ২৯ ডিসেম্বর থেকে কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা এক ধাক্কায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে। এদিকে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Sudipto

সম্পর্কিত খবর