কেরলে গিয়ে বিপাকে তৃণমূল কাউন্সিলর! চুঁচুড়ায় ট্রাভেল এজেন্সির অফিসে তাণ্ডব চালাল দলের কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ শীতের মরসুমে পরিবার নিয়ে কেরলে (Kerala) বেড়াতে গিয়েছিলেন চন্দননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)। সেখানে গিয়েই ঘটল বিপত্তি। প্রায় আড়াই লক্ষ টাকার প্যাকেজে দশ দিনের জন্য বেড়াতে গিয়ে ভ্রমণ সংস্থার চূড়ান্ত অব্যবস্থার শিকার তৃণমূল নেতা। পছন্দ হয়নি হোটেলও। এবার এই ঘটনার রেশ গিয়ে পড়ল চুঁচুড়ার (Chinsura) ওই ট্রাভেল এজেন্সির (Travel Agency) অফিসে। এজেন্সির অফিসে তাণ্ডব চালাল ৩০ জন দলের কর্মী।

অভিযোগ, পরিষেবা পছন্দ না হওয়ায় কেরল থেকেই ফোন করে ওই সংস্থার মালিকের সঙ্গে তর্কাতর্কি চলে তৃণমূল কাউন্সিলরের। এরপরই চুঁচুড়ার ওই ট্রাভেল এজেন্সির অফিস ঘেরাও করে তৃণমূলের স্থানীয় যুবকেরা। চলে হুমকি, শাসানি! ঘটনার জেরে মঙ্গলবার ওই তৃণমূল কাউন্সিলর এবং প্রোমোটারের নামে অভিযোগ দায়ের করেছেন ওই সংস্থার মালিক।

সূত্রের খবর, হামলার দিন প্রায় ১৫টি বাইক নিয়ে ওই অফিসে পৌঁছায় তৃণমূল যুবকরা। এরমধ্যে একটি বাইকে পুলিশের স্টিকার লাগানো ছিল বলেও অভিযোগ। বাকি বাইকগুলির মধ্যে বেশিরভাগেই তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো ছিল। পরে পুলিশ গিয়ে বড়সড় বিপত্তির হাত থেকে সংস্থার মালিককে বাঁচান। অন্যদিকে,  ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন ওই ভ্রমণ সংস্থার মালিক অলোক পাঠক।

তাঁর অভিযোগ অভিযোগ, বাকি পর্যটকদের কোনও অসুবিধাই হয়নি। শুধু কাউন্সিলর ও তাঁর সঙ্গীদের আবদার মানা হয়নি বলেই যত সমস্যা। কাউন্সিলরের ওই হোটেল পছন্দ হয়নি। তাই সেখান থেকে ফোন করেই হুমকি দিচ্ছেন, অফিসে নিজের লোক পাঠিয়ে শাসানি দেওয়াচ্ছেন।’

tmc

পাশাপাশি অলোকবাবু জানান, ‘আমি ২৬ বছর ধরে ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত। এলাকায় এই সংস্থার একটা সুনাম রয়েছে। একজন তৃণমূল কাউন্সিলর ও চন্দননগরের এক প্রমোটার পরিবার নিয়ে বেড়াতে গেছেন। যদি তাঁদের ঘুরতে গিয়ে সমস্যা হয়, তাহলে তো ওঁরা আমার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে থানায় যেতে পারতেন। আদালতে মামলা করতে পারতেন। তার বদলে অফিসে চড়াও হলে তো সুরাহা হবে না।’ সবমিলিয়ে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর