করোনায় মৃত্যুর হাহাকার! গত ৩০ বছরেও এই ধ্বংস দেখেনি চিন! শ্মশানেও ওয়েটিং লিস্ট

বাংলা হান্ট ডেস্ক : ভয়াবহ অবস্থ চিনে (China)। সাংহাইতে (Shanghai) বেড়েই চলেছে করোনা (Corona Situation) সংক্রমণের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংক্রমণ। পরিস্থিতি এতটাই খারাপ যে সৎকারের স্থানগুলিতে নিয়োগ করতে হচ্ছে নতুন লোক। তারপরও দীর্ঘ লাইন। যাঁরা শবদেহ তুলতে সক্ষম,তাঁরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। যাঁরা করোনায় আক্রান্ত হয়ে গিয়েছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে।

চিনে ক্রমশই জটিল হয়ে উঠছে করোনা পরিস্থিতি। চিন কোভিডের তথ্য লুকোনোর চেষ্টা করছে বলে একাধিক বার অভিযোগ উঠেছে। জিনপিং সরকারের দাবি, গত ৬ দিনে সেখানে করোনায় নাকি কারওর মৃত্যুই হয়নি। তবে ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও সামনে এসেছে তা অন্যকিছুই প্রমাণ করছে।

china 3

করোনায় মৃত্যুর সম্পূর্ণ তথ্য যাতে বিশ্বের সামনে না আসে তার জন্য সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন৷ নির্দিষ্ট একটি ফর্মে সই করা পরই মৃতদেহ দেওয়া হচ্ছে পরিবারের সদস্যদের। তাতে পরিবারে সদস্যদের লিখতে হচ্ছে তাঁদের পরিজনের মৃত্যু করোনার কারণে হয়নি। এমনকী যদি এই বিষয় কোনও তথ্য ছড়িয়ে পড়ে তাহলে সেই পরিবার দায়ি থাকবে বলেও লিখিয়ে নেওয়া হচ্ছে সেই ফর্মে।

এর মাঝেও বেজিংয়ের সৎকারের জায়গাগুলিতে পাঠানো নোটিশও সামনে এসেছে। তাতে সৎকারের জায়গাগুলির কর্মীদের কোনও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী কোনওরকম ডাটাও শেয়ার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিশে।

এরই মধ্যে অদ্ভুত এক সিদ্ধান্ত নিয়েছে চিন। আগামী ৮ জানুয়ারি থেকে বিদেশে থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। আর শুধু তাই নয়, নিজেদের আন্তর্জাতিক সীমান্তও খুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিন।

Sudipto

সম্পর্কিত খবর