১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে তৎপর কেন্দ্র! এবার ডিজিটাল অ্যাপে কর্মীদের হাজিরা

বাংলা হান্ট ডেস্ক : ১০০ দিনের কাজ (MNREGA) নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এবার এই প্রকল্পে দুর্নীতি রুখতে নতুন পন্থা গ্রহণ করল কেন্দ্র সরকার। এবার থেকে একশো দিনের কাজের কর্মীদের জন্য বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল হাজিরা। অর্থাৎ এবার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে হবে একশো দিনের প্রকল্পের কর্মীদের। নতুন বছরের শুরুতেই এই নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র।

একশো দিনের (MNREGA) কাজে ডিজিটাল মাধ্যমে হাজিরা নেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়। গত মে মাসে পরীক্ষামূলকভাবে ডিজিটাল হাজিরা নেওয়া চালু হয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এবার গোটা দেশে এই প্রক্রিয়া কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। গত ২৩ ডিসেম্বর এই বিষয়ে নির্দেশিকাও জারি করা হয়।

mgnrega

কেন্দ্র সরকার জানিয়েছে, এবার থেকে মনরেগা প্রকল্পে শ্রমিক-সহ অন্যান্য কর্মীদের হাজিরা নেওয়া হবে ডিজিটাল মাধ্যমে। কে কোন কাজে যুক্ত, ছুটির সময় কখন, কাজের জায়গার লোকেশন-সহ সহ কর্মীর ছবি যুক্ত করা হবে এই মোবাইল অ্যাপেই। এই যুক্ত করার দায়িত্ব দেওয়া হবে একশো দিনের কাজে নিযুক্ত সুপারভাইজারদের উপর। তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যেখানে ডিজিটাল পরিষেবা এখনও পৌঁছয় নি, সেখানে কতটা কার্যকরী হবে তা নিয়ে বিতর্ক উঠতেই পারে।

মনরেগা প্রকল্প নিয়ে বিভিন্ন রাজ্য থেকেই দুর্নীতির অভিযোগ এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে। পিছিয়ে নেই বাংলাও। পশ্চিমবঙ্গ থেকেও এই প্রকল্পে দুর্নীতি-সহ টাকা নয়ছয়ের অভিযোগ একাধিক বার তুলেছেন বিজেপি নেতারা। সমস্ত অভিযোগের উপর ভিত্তি করেই রাজ্য পদক্ষেপ করেছে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয়মন্ত্রক সূত্রে।


Sudipto

সম্পর্কিত খবর