বাংলাহান্ট ডেস্ক: ঝাড়খন্ডের (Jharkhand) জনপ্রিয় অভিনেত্রী ইশা আলিয়া (Isha Alia) প্রাণ হারালেন পশ্চিমবঙ্গে এসে। হাওড়ার জাতীয় সড়ক ১৬ তে বুধবার ভোরে কয়েকজন দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি। তাঁর স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
ঠিক কী ঘটেছে ঘটনাটা। জানা যাচ্ছে, বুধবার ভোরে ঝাড়খন্ডের রাঁচি থেকে নিজস্ব গাড়িতে কলকাতায় আসছিলেন ইশা আলিয়া। সঙ্গে ছিলেন তাঁর স্বামী পরিচালক প্রকাশ কুমার এবং বছর তিনেকের মেয়ে। ভোর ছটার দিকে জাতীয় সড়কে একটি নির্জন জায়গায় গাড়ি থামান তাঁরা।
একটু হালকা হতে গাড়ি থেকে নেমেছিলেন অভিনেত্রীর স্বামী। তখনি তাঁদের উপরে দুষ্কৃতীদের হামলা হয়। তিন জন ছিল ছিনতাইকারীদের দলে। ইশা তাদের বাধা দিতে এলে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় বলে জানানো হয়েছে পুলিসের তরফে। নির্জন জায়গায় থামানো হয়েছিল অভিনেত্রীদের গাড়ি। ওই ঘটনার পর সাহায্য চাইতে প্রায় দু কিমি গাড়ি চালিয়ে যেতে হয় কুমারকে।
উলুবেড়িয়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ইশা আলিয়াকে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হলে অভিনেত্রীর স্বামীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় তদন্তকারী দল। ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কাছাকাছি একটি কারখানাকারখানা থেকে সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিসের।
গোটা ঘটনাটা সংবাদ মাধ্যমের কাছেও জানিয়েছেন ইশা আলিয়ার স্বামী প্রকাশ কুমার। তিনি অভিযোগ করেন, ছিনতাইকারীরা তাঁর মানিব্যাগ হাতাতে আসলে তাঁকে বাঁচাতে গাড়ি থেকে নামেন স্ত্রী ইশা আলিয়া। তখনি দুষ্কৃতীদের গুলি খেতে হয় তাঁকে। উল্লেখ্য, অভিনেত্রীর আসল নাম ইশা আলিয়া নয়, রিয়া কুমারী। ঝাড়খন্ডের অভিনয় জগতে ভালোই নামডাক তাঁর। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া ঝাড়খন্ডের অভিনয় ইন্ডাস্ট্রিতে।