বাংলাহান্ট ডেস্ক : বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বঙ্গসফরকে ঘিরে রীতিমতো তুঙ্গে চর্চা চলছে। জানা গিয়েছে, হাওড়া নিউ কমপ্লেক্স এর ক্যাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল রাত থেকেই। ২১,২২ ও ২৩ নম্বর প্লাটফর্মও বন্ধ থাকবে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তা ও প্লাটফর্ম থেকে সমস্ত ট্রেন, যানবাহন ও যাত্রী চলাচল বন্ধ থাকবে। মাত্র ২২টি ভিআইপি পাশ দেওয়া হবে ২২ নম্বর প্লাটফর্মের শেষ প্রান্তে মূল অনুষ্ঠান মঞ্চে হাজির থাকার জন্য। আগামী ৩০ তারিখ বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভিভিআইপি মানুষেরা।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ আরও বেশ কয়েকজন মন্ত্রী অনুষ্ঠানে আসছেন। আমন্ত্রিতরা বসবেন ২৩ নম্বর প্লাটফর্মের বিশেষ ৫০০ সিটের আসনে। দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে পারবেন আরও ৫০০ আমন্ত্রিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠান থেকে উদ্বোধন করবেন রেলের সাতটি প্রকল্পের।
নিরাপত্তা কর্মীদের দিয়ে মঙ্গলবার রাতে ঘিরে ফেলা হয়েছে cab way। রাস্তার চারদিক আটকানো হয়েছে গার্ড রেল দিয়ে। অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে ২৩ নম্বর প্লাটফর্মে। নতুন ভাবে রাঙানো হচ্ছে গোটা স্টেশনকে। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন জোকা-তারাতলা মেট্রো, হাওড়া-এনজেপির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস, ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈঁচি-শক্তিগড় ডবল লাইন ও থার্ড লাইন, সুপার ক্রিটিক্যাল প্রোজেক্ট, নিমতিতা-নিউ ফরাক্কা ডবল লাইন।
পাশাপাশি রেল সূত্রে খবর, এই বিশেষ অনুষ্ঠানের জন্য হাওড়া স্টেশনে আগামীকাল সকাল আটটা থেকে নিয়ন্ত্রণ করা হবে একাধিক ট্রেন। বিশেষ করে নিয়ন্ত্রিত হবে দক্ষিণ-পূর্ব রেল। সকাল ৯ টা ১৮ মিনিটে যে উলুবেরিয়া লোকালের হাওড়া পৌঁছানোর কথা সেটি যাত্রা শেষ করবে সাঁতরাগাছিতে এসে। এছাড়াও, ৯:৩৭ মিনিটে ও ১০:৪৫ মিনিটে যথাক্রমে যে পাঁশকুড়া ও মেচেদা লোকাল হাওড়ায় ঢোকে সেটি সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে।