বাংলা হান্ট ডেস্কঃ সমবায় নির্বাচন ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। একদিকে হচ্ছে গোলা-গুলি, বোমাবাজি, অন্যদিকে চলছে ভোটদান পর্ব। টান টান উত্তেজনা। অবশেষে বাম-কংগ্রেস জোট প্রার্থীদের হারিয়ে মুর্শিদাবাদের নওদা চাঁদপুর সমবায় নির্বাচনে (Cooperative Society) জয়ী হল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযোগ, ভোটদান চলাকালীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষ বাধে কংগ্রেস (Congress) ও সিপিএম (CPM) জোটের কর্মী-সমর্থকদের। এরপরেই শাসকদলের কর্মী সমর্থকদের সঙ্গে বিবাদে জড়ায় বাম কর্মী সমর্থকরা। শুরু হয় বচসা-বিবাদ। তারপরই সেই বচসা রূপ নেয় হাতাহাতির।
শুধু তাই নয়, এরপরই পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে শুরু করে। শুরু হয় ব্যাপক বোমাবাজি। পাশাপাশি শূন্যে গুলি চালানোরও অভিযোগ ওঠে রাজনৈতিক দলের বিরুদ্ধে। ঘটনায় শাসকদলের ওপর আঙ্গুল তোলে বাম ও কংগ্রেসের বিরোধী জোট। তাঁদের অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতির কর্মীরাই এলাকায় বোমাবাজি করেছে। ব্লক সভাপতির অনুগামীরাই নির্বাচনে অংশ নেন। বিরোধীদের অভিযোগ, সন্ত্রাস করে নির্বাচনে জিতেছে শাসকদল।
স্থানীয় বাম নেতাদের অভিযোগ, “সমবায় সমিতির ভোটেও এভাবে বোমা-গুলি চালাচ্ছে। শাসকদল গুন্ডাবাহিনী নামিয়ে দিয়েছে। বিরোধীদের এজেন্ট, প্রার্থীদের মারধর করা হয়েছে। যে টেন্টে বসে ভোটের তদারকি করার কথা ছিল বিরোধীদের, সেখানেও তাণ্ডব চালানো হয়েছে। ভোটারদেরও ভোটদানে বাধা দেওয়া হয়েছে।” পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকাতেও আঙ্গুল তুলে তাঁদের অভিযোগ, পুলিশের মদতেই এসব হচ্ছে। অন্যদিকে, বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।
উল্লেখ্য, চাঁদপুর এই সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা ছিল ৯। তৃণমূলের প্রার্থী ছিলেন ১০ জন। অন্যদিকে, বাম-কংগ্রেস মিলিয়ে ৯ জন প্রার্থী দাঁড়িয়েছিলেন। তবে বিরোধী জোটকে জোর পরাজিত করে সবকটি আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরাই।