দলাই লামার উপর নজরদারির অভিযোগ! বুদ্ধগয়া থেকে গ্রেফতার চিনের নাগরিক এক মহিলা

বাংলা হান্ট ডেস্ক : তিব্বতের ধর্মগুরু দলাই লামার (Dalai Lama) উপরে গুপ্তচরবৃত্তি করার অপরাধে আটক করা হল এক চিনা (China) মহিলাকে। বৃহস্পতিবার বিকেলে বিহার পুলিস তাঁকে বুদ্ধগয়া থেকে আটক করেছে বলে জানা যাচ্ছে। গতকাল সকালেই সং জায়োলাম নামের ওই অভিযুক্তের বিষয়ে সতর্কতা জারি করেছিল পুলিস। তাঁর একটি স্কেচও প্রকাশ করা হয়। জোর কদমে শুরু হয় তল্লাশি। অবশেষে তার খোঁজ পায় পুলিস।আটক করা হয় তাঁকে।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, ওই মহিলা বিবাহবিচ্ছিন্না। তাঁর দুই সন্তান রয়েছে। ২০১৯ সালে তিনি ভারতে আসেন। তার পর আবার ফিরে যান চিনে। এরপর আবার ফেরত আসেন ভারত। কিছুদিন পরই আবার নেপাল চলে যান সং। সেখান থেকেই তিনি বুদ্ধগয়ায় প্রবেশ করেছিলেন। পুলিস খবর পাওয়ার পর তাঁর স্কেচ প্রকাশ করার পাশাপাশি ওই মহিলার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্যও প্রকাশ করে দেওয়া হয়।

dalai

১৯৫৯ সালে চিনা বাহিনীর হাত থেকে বাঁচতে তিব্বত থেকে দলবল সমেত পালিয়ে ভারতে আশ্রয় নেন দলাই লামা। তারপর থেকেই তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে বেজিং। দলাই লামা একাধিকবার ভারতের সাহায্য নিয়ে চিনের হাত থেকে তিব্বতকে স্বাধীন করার চেষ্টা করেন। সেই নেহরুর আমল থেকেই তাঁকে নিয়ে ভারতের সঙ্গে চিনের কূটনৈতিক মতবিরোধ চলেছেই।

সেই বিষয় নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বই কমেনি। গত জুলাইয়েও লামার ৮৭তম জন্মদিনে চিন কটাক্ষ করে বলে ‘ভারতের উচিত চতুর্দশ দলাই লামার চিন-বিরোধী বিচ্ছিন্নতাবাদী প্রকৃতিকে সম্পূর্ণ স্বীকৃতি দেওয়া। এই পরিস্থিতিতে বর্ষীয়ান ধর্মগুরু নিজের দেশ নয়, বারবার ভারতের প্রতিই কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন।’

Sudipto

সম্পর্কিত খবর