দুর্ঘটনার পরেই চুরি গিয়েছে পার্স, নিজেই ফোন করেছেন হাসপাতালে, ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন পন্থ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দিল্লি-দেরাদুন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক (Rishabh Pant)। দুর্ঘটনার তীব্রতায় তার বিএমডব্লিউ (BMW) গাড়িতে আগুন লেগেছে। এখনও অবধি পাওয়া খবর থেকে জানা গিয়েছে উত্তরাখণ্ডের রুরকির কাছে একটি ডিভাইডারে ধাক্কা লাগে তার গাড়ির। বিএমডব্লিউ গাড়িটি পন্থ নিজেই চালাচ্ছিলেন।

দুর্ঘটনার ফলে পন্থের পিঠে পায়ে এবং মাথায় বড় আঘাত লেগেছে। কিন্তু তার চিকিৎসকদের মতে তিনি এখন বিপদের আওতায় নেই। সক্ষম মিউনিসিপ্যালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি আছেন তিনি। কিন্তু কিভাবে পুরোপুরি ধ্বংস হয়ে আগুন লেগে যাওয়া গাড়ি থেকে উদ্ধার পেলেন রিশভ পন্থ?

pant accident

পন্থের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। তার মতে পন্থের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল একটি মাটির ঢিপিতে ধাক্কা মেরে। তারপর রাস্তার পাশে গার্ড রেইলে ধাক্কা মারে গাড়িটি। সেই সময় উপস্থিত একজন মানুষ পন্থকে সাহায্য করার বদলে গাড়ির ভেতর হাত ঢুকিয়ে তার পয়সার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

এরপরে নিজেই কোনোক্রমে জানালা ভেঙে গাড়ির বাইরে আসেন রিশভ পন্থ। তারপর নিজেই পুলিশ এবং অ্যাম্বুলেন্সকে ফোন করেন। পুলিশের কাছে রিশব কেবলমাত্র একটি কথা জানাতে পেরেছেন সেটি হল যে দীর্ঘক্ষণ গাড়ি চালাতে চালাতে কিছুটা ঢুলুনি এসেছিল তার। সেই ঘুম পাওয়ার মুহূর্তেই চরম দুর্ঘটনাটি ঘটেছে।

এখনো অবধি পাওয়া খবর থেকে জানা গিয়েছে পন্থ দিল্লি থেকে দেরাদুনে যাচ্ছিলেন নিজের পরিবারের সাথে নতুন বছরের শুরুটা কাটাতে। মারাত্মক বড় কোন ক্ষতি না হলেও রিশভ পন্থকে হয়তো বেশ কয়েক মাস মাঠ থেকে দূরে থাকতে হতে পারে এখন। তিনি যদি আসন্ন ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পারেন, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর