প্রথম যাত্রাতেই হোঁচট! স্পিড ব্রেকার লাগল বন্দে ভারতের চাকায়, দাঁড়াবে এই ১৬টি স্টেশনে

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে নতুন এক আধুনিক যুগে প্রবেশ করেছে ভারত। অতি আধুনিক সেমি হাই স্পিডের এই ট্রেন ভারতীয় রেল ব্যবস্থার মুকুটে যোগ করেছে নয়া পালক। বিশ্বমানের বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। এই ট্রেনের ফিচারস তাক লাগিয়ে দিয়েছে বিশ্বের বহু বিখ্যাত ট্রেনকে।

ইতিমধ্যেই ভারতের বহু রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। এই ট্রেনের অসাধারণ পারফরমেন্স সবাইকে অবাক করে দিয়েছে। যদিও উন্নত মানের ট্র্যাক না থাকার কারণে এই ট্রেনটি তার সর্বোচ্চ গতি ১৮০ কিমিতে দৌড়াতে পারেনি। আজ বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এই ট্রেনের যাত্রা।

বাকি তথ্যের পাশাপাশি প্রথম দিনের ট্রেনের স্পিড ব্রেকারের তথ্য সামনে এসেছে। সেখানে দেখা গেছে এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর দাঁড়াবে মোট ১৬টি স্টেশনে। যদিও শুধুমাত্র প্রথম দিনের জন্যই এই স্পিড ব্রেকার।

হাওড়া থেকে ছাড়ার পর প্রথম দিন সেমি হাই স্পিড এই ট্রেন যে স্টেশন গুলিতে দাঁড়াবে সেগুলি হল ডানকুনি, কামারকুন্ডু, মশাগ্রাম, খানা, বোলপুর, আহমদপুর, সাইথিয়া, রামপুরহাট, ছাতরা, নিউ ফারাক্কা, মালদা টাউন, মুকুরিয়া, বারসই, কিষানগঞ্জ, এবং আলুবাড়ি রোডে।vande bharat howrah

আজ এই ট্রেনের উদ্বোধন হলেও আগামী বছর ১লা জানুয়ারি থেকে শুরু হবে যাত্রী চলাচল। এই ট্রেন হাওড়া থেকে ছাড়বে ভোর ৫:৫৫ মিনিটে। এরপর সেটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১:৫০ মিনিটে। বুধবার ছাড়া সপ্তাহের অন্যান্য ছয় দিন এই ট্রেনটি যাতায়াত করবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর