বাংলা হান্ট নিউজ ডেস্ক: শুক্রবার সকালে দিল্লি-দেরাদুন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় দলের রিশভ পন্থ (Rishabh Pant)। নিজের পরিবারের সাথে সময় কাটানোর উদ্দেশ্যে একাই ড্রাইভ করে ফিরছিলেন রিশভ। সেই সময় তার হালকা ঘুম ঘুম ভাবের কারণে মাটির ঢিপিতে চাকা ওঠে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে দেয় রাস্তায় পাশের গার্ড রেলিংয়ে। তারপর কোনওক্রমে জানালা ভেঙে বেরিয়ে নিজেই হাসপাতালে ফোন করেন পন্থ।
সম্প্রতি বিসিসিআই (BCCI) পন্থের চোটের ব্যাপারে অফিসিয়াল বিবৃতি দিয়েছে। তাদের বিবৃতি অনুযায়ী ভারতীয় উইকেটরক্ষকের কপালে দুটি ক্ষত রয়েছে। এছাড়া তার ডান হাঁটুতে একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং তার ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের আঙুলেও আঘাত লেগেছে। ধাক্কার সময় <span;>ঘর্ষণের কারণে নিজের<span;> পিঠেও আঘাত পেয়েছেন পন্থ।
তবে তারপর বিসিসিআই জানিয়েছে, “রিশভের অবস্থা স্থিতিশীল রয়েছে, এবং তাকে এখন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে তিনি তার আঘাতের পরিমাণ নির্ণয় করতে এবং তার পরবর্তী চিকিৎসার পদ্ধতি তৈরি করতে এমআরআই স্ক্যান করবেন। বিসিসিআই এই কঠিন পরিস্থিতিতে রিশভের সবচেয়ে ভালো চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে দায়বদ্ধ।”
My thoughts and prayers are with Rishabh Pant as he fights his way back to recovery. I have spoken to his family and the doctors treating him. Rishabh is stable and undergoing scans. We are closely monitoring his progress and will provide him with all the necessary support.
— Jay Shah (@JayShah) December 30, 2022
বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) নিজের টুইটবার্তায় বলেছেন, “আমার শুভকামনা এবং প্রার্থনা রিশভ পন্থের সাথে রয়েছে। সে সুস্থ হয়ে ফিরে আসার পথে লড়াই করছে। আমি তার পরিবার এবং তার চিকিৎসা করা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। রিশভ এখন স্থিতিশীল এবং তার চোটের জায়াগায় স্ক্যান করা হচ্ছে। আমরা তার চিকিৎসার বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করছি এবং তাকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করব।”