প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর পর আর কে কে রইলেন নরেন্দ্র মোদির পরিবারে? কি কাজ করেন তারা …

বাংলা হান্ট ডেস্ক : ২০১৪ সালে সংখ্যাগরিষ্ট ভোটে জিতে তিনি ভরতবর্ষের ১৪ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাঁর কর্মজীবন নিয়ে আমরা  সকলেই কমবেশি জানি। কিন্তু যেটা জানি না সেটা হল তাঁর ব্যক্তিগত জীবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে চর্চা হলেও, তাঁর পরিবারকে নিয়ে সেরকম চর্চা খুব একটা হয়নি। জেনে নেওয়া যাক কে কে রয়েছেন তাঁর পরিবারে?

ছয় ভাই বোনের মধ্যমণি হলেন নরেন্দ্র মোদি। ছ জনের মধ্যে তিনি হলেন তৃতীয় জন।  তাঁর বড় ভাইয়ের নাম সোম। মেজ ভাইয়ের নাম অমৃত মোদি। এর পর তিনি নিজে। আর তার পর প্রহ্লাদ ও পঙ্কজের থেকে বড়ো তিনি।  মোদির একটি বোন রয়েছে।  তার নাম বাসন্তীবেন।

মোদির ঠাকুরদার নাম ছিল মুলচন্দ্র মগনলাল মোদি। তার ছয়  সন্তানের মধ্যে মোদির বাবাও ছিলেন  একজন। মোদির বাবার পাঁচটি  ভাই ছিল। নরসিংহ দাস , নরোত্তম দাস, জগজীবন দাস , কান্তিলাল দাস ও জয়ন্তী লাল দাস।  আর মোদির বাবা হলেন দামোদরদাস।  শোনা যায় কান্তিলাল ও জয়ন্তী লাল দুজনই ছিলেন স্কুল শিক্ষক।

modi 5

মোদির একমাত্র বোন হলেন বাসন্তীবেন। হাঁসমুখলাল মোদি নামে একজনের সাথে তার বিয়ে হয়। মোদির জামাইবাবু হাঁসমুখলাল ছিলেন এলআইসি এজেন্ট। মোদির বড়ো ভাই সোম একসময় স্বাস্থ্য বিভাগে কাজ করতেন।  এখন তিনি রিটায়ার করেছেন।  বর্তমানে তিনি আহমেদাবাদে একটি বৃদ্ধাশ্রম চালান। মোদির আর এক ভাই প্রহ্লাদ আহমেদাবাদে একটি স্পেয়ার প্রোডাক্ট এর দোকান চালান। আহমেদাবাদে তার একটি টায়ারের শো রুম ও আছে।

মোদির তৃতীয় ভাই অমৃত  আহমেদাবাদেই লেদ মেশিন অপারেটর হিসাবে কাজ করতেন। বর্তমানে তিনি আহমেদাবাদেই তার স্ত্রী চন্দ্রকান্তাবেনের  সাথে  থাকেন। মোদির ছোট ভাই পঙ্কজ গান্ধীনগরে থাকেন তার স্ত্রী সীতাবেনের সঙ্গে। পঙ্কজ ভারতবর্ষের সূচনা বিভাগে কাজ করতেন একসময়ে। কিন্তু এখন তিনি রিটায়ার  করেছেন। মোদির নিজের কাকা নরসিংহদাস , বরনগর থেকে ৬৫ কিলোমিটার দূরে একটি পেট্রল পাম্পে কাজ করেন।  খুবই সাদামাটা জীবনযাপন করেন মোদির পরিবারের প্রত্যেকেই

Sudipto

সম্পর্কিত খবর