ছ্যাবলামি করতে রামের নাম, তৃণমূল গলা টিপে দিতে পারে! বিস্ফোরক মন্তব্য ফিরহাদের

বাংলা হান্ট ডেস্ক : ‘ছ্যাবলামি করার জন্য রামের নাম নেওয়া হচ্ছে, তৃণমূল চাইলে গলা টিপে দিতে পারে।’ হঠাৎ করে রেগে লাল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ঘটনার সূত্রপাত, ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat Express) অনুষ্ঠানকে ঘিরে। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) হাওড়া স্টেশনে পৌঁছতেই দর্শকআসন থেকে উঠে আসে ‘জয় শ্রীরাম’ স্লোগান। আর তাতেই বেজায় ক্ষেপে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। রাগের চোটে মঞ্চেই উঠলেন না তিনি। এই প্রসঙ্গ নিয়ে এবার সরব হলেন ফিরহাদ হাকিম।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘রামকে অপমান করছে। নিশ্চিতভাবে মন্দিরে, বাড়িতে পবিত্র হয়ে তাঁর নাম নেওয়া উচিত। কিন্তু উত্যক্ত করার জন্য, রেষারেষি করার জন্য, ছ্যাবলামি করার জন্য রামের নাম নেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রীর সামনে যে অসভ্যতা করেছে, তাতে যদি তৃণমূল চায়, ভরিয়ে দেবে, তাদের গলা টিপে দেবে। কিন্তু আমরা সৌজন্য দেখাচ্ছি। বিজেপি দলটা সৌজন্যের যোগ্যই নয়। মুখ্যমন্ত্রী তো নিজে হিন্দু এবং পুজোও করেন। এটা নিয়ে ওঁর সামনে ছ্যাবলামি করা হচ্ছে। এই করে ওঁকে অপমান করছে না, রামকে অপমান করছে।’

mamata 6

দর্শকদের এই স্লোগানকে ভুল বলে মানতে রাজি নয় বিজেপি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘জয় শ্রীরাম’ তো সারা ভারতবর্ষেই হচ্ছে। সারা বাংলায় হচ্ছে। এতে খারাপের কী আছে ? সাধারণ মানুষ মনের আনন্দে স্লোগান দিচ্ছে। মনের আনন্দে বলছে, ‘ভারত মাতা কি জয়’। বলছে, ‘জয় শ্রীরাম’।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) অবশ্য উসকে দিয়েছেন কলাইকণ্ডার বৈঠকের প্রসঙ্গ। তিনি বলেন, ‘উনি কলাইকুণ্ডাতে যা করেছিলেন, এখানেও তাই করেছেন। উনি বিরোধী দলনেতাকে স্বীকার করেন না’।

Sudipto

সম্পর্কিত খবর