বাংলা হান্ট ডেস্ক : এটা সর্বজন বিদিত যে তিনি কট্টর হিন্দুত্ববাদী। বিগত কয়েক দশক ধরে সক্রিয়ভাবে যুক্ত রাজনীতির সঙ্গে। যুক্ত ছিলেন রাম মন্দির আন্দোলনেও। সেই উমা ভারতীই (Uma Bharti) এদিন উল্টো পথে হাঁটলেন। কথায় কথায় আক্রমণ করে বসলেন পদ্ম শিবিরকে। তিনি বলেন, রাম (Lord Ram) এবং হনুমান বিজেপির একার সম্পত্তি নয়! যে কেউ রামের পুজো করতে পারেন।
সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় একটি হনুমান মন্দির তৈরি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তিনি নাকি সেখানে নিয়মিত পুজোও করেন। এই বিষয় নিয়েই বিজেপি কমল নাথকে মাঝেমধ্যেই কটাক্ষ করছেন। গেরুয়া শিবিরের দাবি, কংগ্রেস (Congress) নেতাদের হনুমান পুজো অনেকটা ভুতের মুখে রামনামের মতো। কিন্তু উমা ভারতী গাইলেন উলটো সুর। তিনি বলেন, ‘রাম বা হনুমানের পুজো করাটা বিজেপির (BJP) একার অধিকার নয়। বিজেপি এ বিষয়ে কপিরাইট নিয়ে রাখেনি।’
একদিন আগে মধ্যপ্রদেশেরই একটা সভায় উমা ভারতীকে বলতে শোনা যায়, আপনাদের যে বিজেপিকেই ভোট দিতে হবে, তার কোনও মানে নেই। নিজেরা ভাবুন। ভেবে ঠিক করুন কাকে ভোট দেবেন। এর আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সরাসরি প্রশংসাও করেন তিনি। ২০২০ সালে উপনির্বাচনে মধ্যপ্রদেশে কংগ্রেস ভাল ফল করার উমা ভারতী বলেছিলেন, ‘কমল নাথজি (Kamal Nath) এই নির্বাচনে (মধ্যপ্রদেশের উপনির্বাচন) খুব ভাল লড়াই করেছেন। বেশ কৌশলগতভাবে লড়েছেন এবারের ভোটে। হয়তো ওঁর সরকার এতদিন থাকলে এসবের প্রশ্নই উঠত না। মানুষ হিসেবেও উনি খুব ভাল। আমার দাদার মতো।’
বিজেপি নেত্রীর মুখে দলের বিরুদ্ধে এই মন্তব্যে বেশ শোরগোল পড়ে গেছে মধ্যপ্রদেশ জুড়ে! আবার মায়াবতীর কমল নাথের নামে এই প্রশংসা অনেককেই অবাক করে দিয়েছে। কেউ কেউ আবার এর মধ্যে রাজনৈতিক চালও খুঁজে পাচ্ছেন। অবশ্য, উমা ভারতী পরিস্কার জানিয়েছেন তিনি বিজেপিতেই রয়েছেন। আগামী দিনের নির্বাচনে বিজেপির হয়েই লড়াই করবেন।