বাংলা হান্ট ডেস্ক : বছরের শেষ এবং নতুন বছরের (2023) শুরুতে বজায় থাকবে শহরে বজায় থাকবে শীত। তাবে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা খুবই কম। পৌষ মাসেও বেপাত্তা হাড় কাঁপানো শীত।
ডিসেম্বর মাস জুড়েই চলছে আবহাওয়ার খাম-খেয়ালিপনা। একবার ঠান্ডা-একবার গরম। কখনও কুয়াশা, কখনও পরিষ্কার আকাশ। তবে জাঁকিয়ে শীতের দেখা নেই। গত ২৫ ডিসেম্বরেও কলকাতাবাসীকে (Kolkata) বড়দিন পালন করতে হয়েছিল গরমের মধ্যেই। এই শীতেই বিগত ৫০ বছরের গরমের রেকর্ড ভেঙে যায়।
গত মঙ্গলবারও কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে উঠে যায়। তার দু’দিন পর আবারও সামান্য নামে তাপমাত্রার পারদ। বছরের শেষ এবং বছরের শুরুতে ঠান্ডা বজায় থাকলেও কলকাতায়। কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু’দিন কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমেছে। উত্তর-পশ্চিমে হাওয়া হওয়ারও দাপট থাকবে।
নতুন বছরের প্রথম সপ্তাহে আবারও সামান্য ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ । আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিংপয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী সিকিমেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।
আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পার্বত্য এলাকায় শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। রাজ্যে আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। জলীয় বাষ্পের পরিমাণ কমবে বলেও জানিয়েছে মৌসম ভবন।