মমতা বন্দ‍্যোপাধ‍্যায় শিল্পের সমঝদার, কোনো শিল্পীর স্বাধীনতা কেড়ে নেন না: শত্রুঘ্ন সিনহা

বাংলাহান্ট ডেস্ক: রাজ‍্যে ‘গেরুয়া’ এবং অরিজিৎ সিং (Arijit Singh) বিতর্ক থামার নাম নেই। প্রথমে টিকিটের দাম নিয়ে আর এবার ইকো পার্কে গায়কের শো বাতিল হওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি শিবিরের অভিযোগ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গাওয়ার জন‍্যই নাকি শাসক দলের রোষে পড়েছেন অরিজিৎ।

সম্প্রতি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেছেন, এতে রাজনীতির রঙ বিজেপিই জোর করে লাগাচ্ছে। KIFF এর মঞ্চে অরিজিতের গেরুয়া গাওয়ার আগেই শোয়ের আয়োজক সংস্থাকে বুকিংয়ের অগ্রিম টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছে। সেই সঙ্গে আরো জানানো হয়েছে, ইকো পার্কের বদলে অ্যাকোয়াটিকাতে হবে অরিজিতের শো।

Shatrughan Sinha 1

বিতর্ক অবশ‍্য এতে থামেনি। এবার এতে হস্তক্ষেপ করলেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি স্পষ্ট জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এত সংকীর্ণ রাজনীতিতে মাথা ঘামানোর মতো মানুষই নন। শিল্পীর স্বাধীনতা তিনি কখনো কাড়তে পারেনই না।

আসানসোলের তৃণমূল সাংসদের কথায়, ‘আমি যতদূর জানি, পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী এবং সবার প্রিয় দিদি মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এসব তুচ্ছ রাজনীতির অনেক উর্দ্ধে। শুধুমাত্র একটি বিশেষ গান গাওয়ার জন‍্য কখনোই একজন গায়ককে তিনি আক্রমণ করতে পারেন না। উনি শিল্পের সমঝদার এবং শিল্পীর স্বাধীনতা কেড়ে নেওয়ার পক্ষপাতী নন।’

অরিজিৎ বিতর্কে সম্প্রতি কুণাল ঘোষ বলেন, অরিজিৎ সিং ‘গেরুয়া’ গেয়েছেন গত ১৫ ডিসেম্বর তারিখে। আর গায়কের অনুষ্ঠান বাতিল হওয়ার পর অগ্রিম তিন লক্ষ টাকা হিডকোর তরফে আয়োজকদের ফেরত দেওয়া হয়েছে গত ৮ ডিসেম্বর তারিখে। তাহলে গেরুয়া প্রসঙ্গ আসে কীকরে? প্রশ্ন কুণালের। সেই সঙ্গে তিনি আরো জানিয়েছেন, ৯ তারিখেই অরিজিতের টিমের তরফে অ্যাকোয়াটিকা বুক করার জন্য ১ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর