নিখরচায় পাচ্ছেন রেশন! কত টাকা ভর্তুকি দিচ্ছে মোদী সরকার? এবার লেখা থাকবে রেশন স্লিপেই

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরে নয়া পদক্ষেপ নিয়ে হাজির কেন্দ্রের মোদী সরকার (Central Government)। ২০২৩ পয়লা জানুয়ারি থেকে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা দেশের প্রায় ৮০ কোটি আমজনতাকে বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তা নিয়েই জোর কদমে চলছে প্রচারের বহর। এবার এর মধ্যেই দেশের রেশন ব্যবস্থায় এক নয়া পদক্ষেপ নিয়ে হাজির মোদী সরকার। নিখরচার রেশন প্রদান করতে গিয়ে সরকারের কত টাকা ভর্তুকি (Subsidy) দিতে হচ্ছে, এবার থেকে তাও জানতে পারবেন আপনি নিজেই।

সম্প্রতি, এই অভিনব সিদ্ধান্ত নিয়ে হাজির হয়েছে মোদী সরকার। কেন্দ্রের বিনামূল্যে রেশনস্কিমে পাঁচ কেজি চাল বা গম নিলে গ্রাহকদের যে বিল ধরানো হবে, সেটায় তাঁদের পাওনা শূন্য লেখা থাকবে। তবে নিখরচায় ওই চাল বা গম সাধারণ মানুষকে দিতে গিয়ে সরকারকে কত ভর্তুকি দিতে হচ্ছে, তা-ও লেখা থাকবে উক্ত বিলে। শুধু তাই নয়, পাশাপাশি কেন্দ্র যে পুরোপুরি নিজস্ব খরচায় রেশন প্রদান করছে, তা প্রচার করতে প্রতিটি রেশন দোকানের বাইরে কেন্দ্র কতখানি রেশন বিনামূল্যে দিচ্ছে, সেই বিষয়ও লেখা থাকবে।

প্রসঙ্গত, কেন্দ্র তরফে এতদিন খাদ্য সুরক্ষা আইনে ৮১.৩৫ কোটি মানুষকে ভর্তুকি দিয়ে সামান্য দামে চাল-গম বিলি করা হত। চালের জন্য সাধারণ মানুষকে দিতে হত ৩ টাকা প্ৰতি কেজি, পাশাপাশি গমের জন্য দিতে হত ২ টাকা। বাকিটা ভর্তুকি দিত মোদী সরকার। তবে জনসাধারণের কাছে তা বিনামূল্যে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ ও আরও কয়েকটি রাজ্য বাকিটা ভর্তুকি দিত। তবে এবার থেকে কেন্দ্র কতটা দিচ্ছে আর রাজ্য কী দিচ্ছে, তা স্পষ্ট বোঝানো হবে জনসাধারণকে। সেইমতই, রাজ্য সরকার বাড়তি পণ্য দিলে তার জন্য আলাদা করে বায়োমেট্রিক যাচাই করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

ration

উল্লেখ্য, এই প্রথম নয়! দেশের প্রবীণ নাগরিকদের কম দামে রেলের টিকিট দেওয়ার সময়েও কেন্দ্র তরফে টিকিটের পিছনে ভর্তুকির অঙ্ক লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় রান্নার গ্যাসের ভর্তুকি কার্যত উঠে গেলেও ভর্তুকি দেওয়ার সময়ে খরচের পরিমাণ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে জানান দেওয়া হয়, সিলিন্ডার পিছু সরকার সরকারের ভর্তুকির পরিমান কত। এবার সেই একই সিদ্ধান্ত বসল দেশের রেশন ব্যাবস্থার ক্ষেত্রেও। একদিকে বিনামূল্যে রেশন বিলি করে অন্যদিকে ভর্তুকির অঙ্ক জনসাধারণকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর