বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইউরোপ ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো বড় মাপের ক্লাবগুলিতে খেলার পর এবার এশিয়ায় খেলবেন সিআরসেভেন। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলতে দেখা যাবে ৫ বারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পর্তুগিজ মহাতারকাকে।
ইউরোপে ক্লাব ফুটবল খেলার সময় মোট ৯৪০ টি ম্যাচ খেলে ৭০১ গোল করে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৮ বছর বয়সে এশিয়ার এক ক্লাবে এসে তিনি কতটা সাফল্য পাবেন তা এখনই ধারণা করা যাবে না। তবে ভারতের ফুটবলপ্রেমীরা একটু রোমাঞ্চিত হতে পারেন কারণ তাদের সামনে সুযোগ চলে আসতে পারে পর্তুগিজ মহতারকাকে ভারতের মাটিতে খেলতে দেখার।
সৌদি আরবের লিগের বিজয়ী এবং দ্বিতীয় স্থানে অর্থাৎ রানার্স অফ হিসাবে শেষ করা দলের সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ থাকে। তৃতীয় স্থানে শেষ করা দলকে খেলতে হয় চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনপর্ব। এই মুহূর্তে সৌদি আরবের প্রো লিগে দ্বিতীয় স্থানে রয়েছে রোনাল্ডোর নতুন ক্লাব আল নাসের। ৩০ ম্যাচের লিগে সবে ১০টি ম্যাচ আয়োজিত হয়েছে। রোনাল্ডো যদি নিজের নতুন ক্লাবকে ওই লিগের টানা ৩ বারের চ্যাম্পিয়ন আল হিলালের আধিপত্য ভেঙে তিন বছর পরে লিগ চ্যাম্পিয়ন করাতে পারেন বা তারা যদি দ্বিতীয় স্থানেও শেষ করতে পারে, তাহলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন সিআরসেভেন।
সেই লিগে অংশ নেয় ভারতের ক্লাবগুলিও। তবে এফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের জন্য একটি ক্লাবেরই গ্রুপ স্টেজে সরাসরি জায়গা নিশ্চিত হয়। ঠিক তেমনভাবেই মুম্বাই সিটি এফসি ২০২০/২১ মরশুমে আইএসএলের লিগ শিল্ড জিতে ২০২২/২৩ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে মুম্বাই সিটি এফসি ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে এবং আল নাসের এই বছরের চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি।
২০২১/২২ মরশুমে আইএসএলের লেগ শিউলিটি চেতা জামশেদপুর এফসি পরের মরশুমের অর্থাৎ ২০২৩/২৪ মরশুমের এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। এখনও অবধি যা পরিস্থিতি তাতে আশা করেই চাইছে আল-নাসের নিজেদের লিগের শীর্ষ দুই স্থানের মধ্যে শেষ করে ওই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করবে। সে ক্ষেত্রে জামশেদপুর এফসি এবং আল নাসের যদি একই গ্রুপে পড়ে তাহলে ভারতের মাটিতে এমনকি জামশেদপুরেও খেলতে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।