২০২৩-এর শুরুতেই বাংলায় একাধিক জনসভা মোদির! জনসংযোগ করবেন ৪২ লোকসভা আসনেই

বাংলা হান্ট ডেস্ক : পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election)। সেই লক্ষ্যে স্থির থেকে এক বছর আগে থেকেই প্রচার শুরু করছে বিজেপি (BJP)। বাংলার মাটিতেও বাড়তি নজর পদ্ম শিবিরের। উনিশের নির্বাচনে ১৮ টি লোকসভা কেন্দ্রে জয় পায় বিজেপি, সেই কেন্দ্রগুলির উপর ভিত্তি করে অপেক্ষাকৃত কম দুর্বল কেন্দ্রে সংগঠন আরও মজবুত করার উদ্দেশ্যে বছরের শুরু থেকেই রাজ্য সফরে আসবেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi) আগামী বছর বাংলায় একাধিক সভা করবেন। তিনি যাবেন যাবেন ৪২টি লোকসভা কেন্দ্রই। এই সংক্রান্ত নোটিশ এসে গিয়েছে বিজেপির রাজ্য দফতরে।

বাংলায় বিজেপির প্রচারের পরিকল্পনা প্রায় শেষ। শাহ-নাড্ডাদের একাধিক সফরসূচি ঠিক হয়ে গেছে অনেক আগেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচিও স্থির করা হল। বিজেপির দলীয় সূত্রে খবর, আগামী বছর প্রধানমন্ত্রীর মোট ১৪ টি জনসভা করার কথা বাংলায়। তা হবে ৪২ টি কেন্দ্রজুড়েই। যে লোকসভা কেন্দ্রগুলিতে বিজেপি প্রার্থীরা হেরেছিলেন, সেসব কেন্দ্রে বাড়তি নজর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। তার আগেই জানুয়ারিতে জে পি নাড্ডা, অমিত শাহ রাজ্যে এসে জনসভা করে যাবেন। তাঁদের রিপোর্টের উপর ভিত্তি করেই ঠিক করা হবে মোদির সফরসূচি।

Untitled design 2022 08 27T141146.125

জানা যাচ্ছে, আগামী ৭ জানুয়ারি বাংলায় আসছেন জে পি নাড্ডা। হুগলির (Hooghly) চণ্ডীপুরে জনসভা করবেন তিনি। জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্ভবত তাপরই রাজ্যে আসতপ পারেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, তাঁর সফরকে সামনে রেখে দু, তিনটি লোকসভা কেন্দ্র নিয়ে একেকটি ক্লাস্টার (Cluster) তৈরি হচ্ছে।

একুশের বিধানসভা নির্বাচনের আগেও একাধিকবার বাংলায় এসে জনসভা করেছেন নরেন্দ্র মোদি। তাতে অবশ্য খুব একটা কাজ হয়নি। বঙ্গের মাটিতে পদ্মের বিস্তার হতে পারেনি সেভাবে। এবার লোকসভা ভোটকে কেন্দ্র শুরু হবে প্রধানমন্ত্রীর প্রচার।

Sudipto

সম্পর্কিত খবর