পন্থকে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছিলেন শিখর ধাওয়ান, শোনেননি ভারতীয় উইকেটরক্ষক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রিশভ পন্থ (Rishabh Pant) এইমুহূর্তে হাসপাতালের বিছানায় রয়েছেন। ভারতীয় উইকেটরক্ষক শুক্রবার দিল্লি থেকে দেরাদুনে আসছিলেন ২০২২-এর শেষটা এবং নতুন বছরের শুরুটা নিজের আত্মীয়-স্বজন এবং পরিবারের সঙ্গে কাটানোর জন্য। কিন্তু দিল্লি দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তার বিএমডব্লিউ (BMW) গাড়িটি রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে সংঘর্ষের ফলে আগুনে ঝলসে যায়।

সেই সময় কিছু যুবক রিশভ পন্থের গাড়ির ভেতর হাত ঢুকিয়ে তার পয়সার ব্যাগটা নিয়ে পালায়। উল্টোদিকে যেতে থাকা একটি বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর এসে রিশভ পন্থকে কিছুটা সাহায্য করেন এবং তারপর নিজেই হাসপাতালে ফোন করেন পন্থ।তিনি তার সাহায্যকারীদের জানিয়েছিলেন যে গাড়িতে তিনি একাই ছিলেন এবং হালকা ঘুম চলে আসার কারণে এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে।

গতকাল তার মস্তিষ্ক এবং মেরুদন্ডের এমআরআই রিপোর্ট এসেছে যেখানে কোন আশঙ্কাজনক তথ্য পাওয়া যায়নি। কিন্তু আজ তার পায়ের হাঁটু এবং গোড়ালের এমআরআই হওয়ার কথা এবং সেই রিপোর্টগুলি সামনে আসলে সম্পূর্ণ তথ্যটি জানা যাবে যে ঠিক কতদিন তারকা ভারতীয় উইকেটরক্ষককে মাঠের বাইরে কাটাতে হবে।

রিশভ পন্থ বরাবরই বেপরোয়াভাবে গাড়ি চালান এবং সেই তথ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি তার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) দলে থাকার সময় তার ভারতীয় দল এবং দিল্লির ক্যাপিটালসের প্রাক্তন সতীর্থ শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) মধ্যে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই সময় নিজের ছোট ভাইয়ের মতো জাতীয় দলের সতীর্থকে গাড়ি সাবধানে চালানোর পরামর্শ দিয়েছিলেন শিখর ধাওয়ান।

ভিডিওটির কথোপকথনে দেখা যায় যে পন্থ, ধাওয়ানকে জিজ্ঞাসা করছেন যে তাকে কোনও পরামর্শ দিতে চান কি না ভারতীয় ওপেনের। জবাবে ধাবান বলেন, “হ্যাঁ, তোকে আমি একটাই পরামর্শ দেব, গাড়িটা ঠিকমতো চালাস।” রিশভ সেই ভিডিওতে ওই পরামর্শের সঙ্গে সম্মত হলেও বাস্তবে যে তিনি তেমনটা করেননি, তা এই দুর্ঘটনা থেকেই স্পষ্ট। দুর্ঘটনার দিনও তাকে তার এক ঘনিষ্ঠ বন্ধু একা গাড়ি চালাতে নিষেধ করেছিলেন যা মানেননি ভারতীয় উইকেটরক্ষক।

Reetabrata Deb

সম্পর্কিত খবর