এই প্রকল্পে মাসে ৬ হাজার করে টাকা দেবে সরকার, এভাবে আবেদন করে তুলে নিন ফায়দা

বাংলাহান্ট ডেস্ক : বেসরকারি অফিসে (Private company) চাকুরীরতদের সংখ্যা দেশে ক্রমেই বাড়ছে। আজকের দিনে সবাই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কারণ এইসব বেসরকারি চাকরির কোনো ভরসা নেই আর অবসর নেওয়ার পরে সংসারের খরচ চালানো খুব কঠিন হয়ে পড়ে। তবে এবার তাঁদের জন্য এসে গেলো এক সুবর্ণ সুযোগ। এই নতুন বছরে কেন্দ্রীয় সরকার (Central Government) এক নতুন স্কিম বা প্রকল্প এনেছে। এর মাধ্যমে আপনি সহজেই বছরে ৭২ হাজার টাকা লাভ করতে পারেন। বর্তমান আর্থিক পরিস্থিতিতে, আপনি যদি টেনশন ছাড়া জীবনযাপন করতে চান, তবে আপনার অবিলম্বে সরকারের এই প্রকল্পের জন্য আবেদন করা উচিৎ।

এই প্রকল্পের অধীনে, আপনাকে সরকার থেকে বছরে ৭২ হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু, কী করে পাওয়া যাবে এই টাকা? আপনি যদি প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনায় এককভাবে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনাকে বার্ষিক ৭২ হাজার টাকা পেনশন (Pension) দেওয়া হবে। আপনার জেনে রাখা দরকার যে LIC এই স্কিমে ৭.৪০% বার্ষিক সুদ দেয়। অন্যদিকে, অর্ধবার্ষিক পেনশন নিতে চাইলে প্রতি ছয় মাস অন্তর আপনাকে ৩৬ হাজার টাকা করে দেওয়া হবে। একই সময়ে, এই স্কিমে মাসিক পেনশন নেওয়ার বিকল্পও রয়েছে।

এমতাবস্থায়, আপনাকে LIC দ্বারা আপনাকে প্রতি মাসে ৬ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম, প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনা, যার মাধ্যমে মানুষকে কিছু সামাজিক নিরাপত্তা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে পেনশনভোগীকে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে পেনশনের সুবিধা দেওয়া হবে। এই স্কিমটি কেন্দ্রীয় সরকার এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-এর মাধ্যমে বাজারে এসেছে। তবে এতে শুধুমাত্র ৬০ বছর বা তার বেশি বয়সের লোকেরা এই স্কিমে আবেদন করতে পারবেন। বিনিয়োগকারী এই স্কিমে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

pension2

এই স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে টাকা আপনি বিনিয়োগ করুন না কেন LIC আপনাকে সেই পরিমাণ টাকা ফেরত দেবে। অর্থাৎ আপনি এই স্কিমে যে পরিমাণ বিনিয়োগ করবেন, LIC আপনাকে ১০ বছর পর সেই পরিমাণ টাকা ফেরত দেবে। এই স্কিমে, আপনি পেনশন পেতে পারবেন এবং একটা নির্দিষ্ট সময়সীমার পরে, বিনিয়োগের টাকাও আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি যদি মাঝখানে পলিসি তুলে নেন, তাহলে এই স্কিমের অধীনে আপনি যত টাকা আগে বিনিয়োগ করেছেন, সেই টাকা ফেরত দেওয়া হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর