বাংলাহান্ট ডেস্ক : ১লা জানুয়ারি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর এই দিনই শিক্ষার নানান দুর্নীতি নিয়ে মুখ খুললেন ফিরাদ হাকিম। তিনি বর্তমানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তিনি এই প্রসঙ্গে এই দিন বলেন যে, শিক্ষায় যা হয়েছে তা নিয়ে তিনি সত্যিই লজ্জিত। খুব অন্যায় হয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়েছে। চেতলায় একটি অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়েছিলেন তিনি।
তিনি সেখানে পতাকা উত্তোলন করে বলেন যে, শিক্ষার ব্যবস্থা যে দুর্নীতি চলছে যা সত্যিই লজ্জার। রাজ্যের মুখ্যমন্ত্রী ন্যায় এবং সত্যের প্রতীক। তিনি নিশ্চই কিছু না কিছু করবেন। তাই যোগ্য চাকরি প্রার্থীরা ঠিক চাকরি পাবেন। মমতা বন্দোপাধ্যায়ের সভার সামনে বিজেপির ‘জয় শ্রীরাম’ প্রসঙ্গে তিনি বলেন যে, রাস্তার মধ্যে এসব বলে চিৎকার করাকে অসভ্যতামো বলা হয়।
তিনি বলেন, শ্রীরামকে যদি সত্যিই সম্মান জানাতে হয় তাহলে মন্দিরে গিয়ে শুদ্ধ মনে তাঁর পুজো অর্চনা করা উচিৎ। তিনি বিজেপিকে কটাক্ষ করে আরও বলেন যে, এই ধরণের আচরণকে ছ্যাবলামো বলে। এছাড়াও যখন তাঁকে পঞ্চায়েত ভোটের প্রসঙ্গেও সাফ জবাব দেন।
আসন্ন ভোট সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে, বিজেপিকে এই ক্ষেত্রে ভাবার কোনো বিষয় নেই। তার মূল কারণ হলো তৃণমূল সবসময় মানুষের পাশে থাকে। আর সাধারণ মানুষ তৃণমূলকে ভরসাও করে। তাঁরা সবসময় মানুষের জন্য কাজ করে এসেছে। আর তাই তিনি আত্মবিশ্বাসী যে, এই পঞ্চায়েত ভোটেও তাঁদের জিত নিশ্চিত।