বাংলাহান্ট ডেস্ক: দিনটা ছিল ১ লা জুলাই, ২০২২। রথযাত্রার দিন হঠাৎ করেই মীর আফসার আলির (Mir Afsar Ali) ঘোষনায় মুষড়ে পড়েছিলেন গল্পপ্রেমীরা। রেডিও মির্চি ছেড়ে দেওয়ার কথা ঘোষনা করেছিলেন তিনি। দীর্ঘ সময় একটি রেডিও স্টেশনের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ করে তাঁর সরে আসার ঘোষনায় মন খারাপ হয়ে গিয়েছিল সকলের।
মির্চি ছাড়লেও রেডিও ছাড়ছেন না, একথা তখনি জানিয়ে দিয়েছিলেন মীর। কিছুদিনের একটা বিরতি নেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় লাইভে গল্প পড়া শুরু করেন তিনি। মুহূর্তে বেড়ে যায় শ্রোতা। ‘গপ্পো মীরের ঠেক’ এর জন্য অপেক্ষায় থাকেন একটা বড় সংখ্যক শ্রোতা। সানডে সাসপেন্সে মীরের অভাব পূরণ হয়ে গিয়েছিল এখানেই।
জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে জুড়ে যায় অন্য সমস্যাও। ‘গপ্পো মীরের ঠেক’ নামে খুলে যায় একাধিক ভুয়ো ইউটিউব চ্যানেল। অবশেষে বছরের শুরুতেই একটা বড় ঘোষনা করলেন মীর। ২ রা জানুয়ারিই নিজের আসল ইউটিউব চ্যানেলের নাম ফাঁস করতে চলেছেন তিনি। সেই সঙ্গে ভুয়ো চ্যানেলগুলির দফাও রফা করবেন।
ইতিমধ্যেই অবশ্য ব্যান্ডেজের একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন মীর। এছাড়াও তাঁর আরো একটি চ্যানেল রয়েছে। ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে ‘ফুডকা’ নামে একটি ইউটিউব চ্যানেল আগে থেকেই রয়েছে মীরের। বিভিন্ন ধরণের খাবার দাবারের সন্ধান দেওয়া আর চেখে দেখা ওই চ্যানেলের মূল উদ্দেশ্য।
এবার আরো একটি ইউটিউব চ্যানেল খোলার ঘোষনায় উচ্ছ্বসিত নেটিজেনরা। মীর বলেছিলেন, রেডিও তিনি ছাড়ছেন না। তবে কবে তিনি রেডিওতে ফিরবেন সে ব্যাপারেও এখনো খোলসা করে কিছু বলেননি। দীর্ঘ ২৮ বছর ধরে রেডিওর সঙ্গে যুক্ত মীর। বেশিদিন রেডিও ছেড়ে থাকতে পারবেন না। তাঁর কামব্যাকের অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা।