অগাধ পশুপ্রেম! শেষমেষ নিজেকেই নেকড়ে বানিয়ে ছাড়লেন যুবক, খরচ হল ১৮ লক্ষ টাকা

বাংলাহান্ট ডেস্ক : খবরের শিরোনামে উঠে আসতে মানুষ কত বিচিত্র রকমের কাজই না করে! আপনি জানলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র নিজেকে ‘নেকড়ের’ মত দেখতে লাগানোর জন্য কী কাণ্ডটাই না ঘটিয়ে ফেলেছেন জাপানে (Japan) বসবাসকারী এক যুবক। অদ্ভুত ও অস্বাভাবিক রূপে নিজেকে দেখার জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন ওই যুবক। কেউ কীভাবে এমন কাজ করতে পারে সেটা ভেবেই সবাই অবাক। নিজেকে নেকড়ের (Wolf) মতো দেখতে লাগার জন্য ওই যুবক ১৮ লক্ষ টাকা খরচ করেছে।

সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, নিজেকে নেকড়ের মতো দেখাতে যুবকটি ৩,০০০,০০০ ইয়েন (প্রায় ১৮.৫ লক্ষ টাকা) খরচ করেছেন। সেক্ষেত্রে অবশ্য তাকে সাহায্য করেছেন জেপেট (Zeppet) নামের একটি কোম্পানি। নাম প্রকাশ না করে ওই যুবক সংবাদ মাধ্যমকে বলেন যে, তিনি ছোটবেলা থেকেই পশুপাখি পছন্দ করতেন। তার কথায়, “আমি টিভিতেও যে প্রাণীদের তিনি দেখতেন তাদের মতো দেখতে বা হতে চেষ্টা করতেন। এবং এই কারণেই আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি একটি প্রাণীর মতো দেখতে হতে হবে অর্থাৎ প্রাণীর মতো শরীর বা চেহারা হতে হবে।”

যুবকটি তাঁর পোশাকের ফিটিং এবং পরিমাপের জন্য বেশ কয়েকবার স্টুডিওতে এসেছিলেন। সংস্থাটি বলেছে যে গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে, তাদের এই ছোট ছোট বিবরণগুলো পড়ে মনে রাখতে হয়েছিল এবং নেকড়ে পোশাকটি প্রস্তুত করতে তাদের প্রায় ৫০ দিন সময় লেগে যায় এবং নেকড়ে পোশাকটি পড়ার পর, যুবকটি কোম্পানির কাজ দেখে খুব মুগ্ধ হন এবং তিনি বলেন যে তিনি যেমনটি ভেবেছিলেন ঠিক তেমন ভাবেই তারা তাঁকে পোশাকটি বানিয়ে দিয়েছে।

যুবকটি আরও বলেন যে, শেষ ফিটিং এখনও করা বাকি। কিন্তু আয়নায় নিজেকে দেখে তিনি অবাক হয়ে গেছেন এবং এই মুহূর্তটি তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ শেষ পর্যন্ত তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। তাঁর ইচ্ছে প্রকৃত নেকড়ের মতো দেখতে হওয়ায় এবং তাদের মতো পিছনের পায়ে হাঁটার, এবং সেটা যথেষ্ট কঠিন ছিল, কিন্তু পুরো স্যুটটি কোম্পানিটি ঠিক তেমন ভাবেই বানিয়েছে যেমনটি তিনি ভেবেছিলেন বা চেয়েছিলেন।

the wolf man of japan

তবে, সংস্থাটি আরও জানায় যে এটিই প্রথম নয় যে তারা কোনো প্রাণীর পোশাক ডিজাইন করেছে। এর আগে টোকো নামের এক ব্যক্তি নিজেকে কুকুরের রূপ দিয়েছিলেন। কুকুরের এই পোশাকের জন্য তিনি ১২ লক্ষ টাকা খরচ করেছিলেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর