রাষ্ট্রসংঘে প্যালেস্টাইন প্রশ্নে ভোটই দিল না ভারত! ‘বন্ধু’ ইজরায়েলকে নিরব সমর্থন নয়া দিল্লির

বাংলা হান্ট ডেস্ক : প্যালেস্টাইন (Palestine) দখল করে মানবাধিকার আইন ভঙ্গ করছে ইজরায়েল। এই অবস্থায় বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দেশের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ করা যায় সেই বিষয়ে পরামর্শ নেওয়া হবে আন্তর্জাতিক আদালতের থেকে। আদালতের পরামর্শ আদৌও নেওয়া হবে কিনা, সেই নিয়ে ভোটাভুটি হল রাষ্ট্রসংঘে (United Nations)। এই প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত। মোট ৮৭টি ভোট পেয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাশ হয়ে গিয়েছে প্রস্তাবটি। এর জেরে বিপাকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্বের খুবই পুরনো। আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার আগ্রাসনের অভিযোগ উঠেছে ইজরায়েলের (Israel) বিরুদ্ধে। তবে নিজেদের অবস্থানে অনড় ইজরায়েল। সেই জন্যই ইজরায়েলের আগ্রাসনকে রুখতে আন্তর্জাতিক আদালতের থেকে আইনি পরামর্শ নেওয়ার প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রসংঘে। বলা হয়, ‘দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনের ভূখণ্ড অন্যায় ভাবে দখল করে রেখেছে ইজরায়েল। সে দেশের মানুষের মানবাধিকার খর্ব হচ্ছে। এছাড়াও জেরুজালেমে প্রশাসনিক রদবদল করে নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে ইজরায়েল।’ এই মত প্রকাশের পরই আইনি পরামর্শের প্রস্তাব রাখা হয় সাধারণ সভায়।

un 2

ইউএন-এর সদস্য দেশগুলির কাছে প্রশ্ন রাখা হয়, ‘ইজরায়েলের অতিসক্রিয়তার ফলে প্যালেস্টাইনের প্রশাসনে কী প্রভাব পড়বে? এহেন পরিস্থিতিতে কী আইনি পদক্ষেপ করা উচিৎ রাষ্ট্রসংঘ ও সদস্য দেশগুলির, সেই বিষয়ে পরামর্শ চাওয়া উচিৎ আন্তর্জাতিক আদালতের কাছে।’ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা ও ইজরায়েল। ভারত (India), ফ্রান্স, ব্রাজিল, জাপান, মায়ানমার-সহ ৫৩টি দেশ এই প্রস্তাবে ভোট দেয়নি। ৮৭টি ভোট পেয়ে এই প্রস্তাব গৃহীত হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সভায়।

এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন ইজরায়েলের স্থায়ী প্রতিনিধি। প্রস্তাব গৃহীত হওয়ার পরে সরব হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। রাষ্ট্রসংঘের পদক্ষেপের তীব্র বিরোধিতা করে তিনি বলেছেন, ‘ইহুদিরা তাদের নিজেদের ভূখণ্ড দখল করেনি। জেরুজালেম আমাদের সর্বকালের রাজধানী। রাষ্ট্রসংঘের কোনও প্রস্তাবই এই ঐতিহাসিক সত্যকে পরিবর্তব করতে পারবে না।’


Sudipto

সম্পর্কিত খবর