অবিশ্বাস্য হলেও সত্যি! এবার মাত্র ৪৩০ টাকাতেই হবে ‘বন্দে ভারতে’ সফর

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গে ‘বন্দে ভারতে’র (Vande Bharat Express) জয়যাত্রা শুরু হতেই টিকিট (Ticket) কাটার যেন হিড়িক পড়ে গিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ (North Bengal) সফরকারীদের জন্য এ যেন অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতো বিষয়। নতুন বছরের শুরুর দিন থেকে বাংলায় নিয়মিত চলাচল শুরু করলেও প্রিবুকিং কিন্তু চালু হয়ে গিয়েছিল ৩০শে ডিসেম্বর থেকেই। আর হবে নাই বা কেন ? কারণ, দেশের এই দ্রুত গতির ট্রেনে মাত্র ৪৩০ টাকা দিলেই হয়ে যাবে স্বপ্ন পূরণ। হাওড়া- নিউ জলপাইগুড়ি গামী বন্দে ভারতেই মাত্র ৪৩০ টাকা দিয়েই টিকিট কেটে ট্রেনে চড়ার অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভাড়ার তালিকা (Fare Chart)। এই ট্রেনে যাত্রীরা যদি চেয়ার কারের সুবিধা পেতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া হিসাবে খরচ করতে হবে ১,৫৬৫ টাকা। অন্যদিকে, ইকোনমি ক্লাসের ভাড়া ধার্য করা হয়েছে ২,৮২৫ টাকা। আবার, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসতে কিন্তু চেয়ার কারের ভাড়া সামান্য কম। সেক্ষেত্রে আপনার খরচ পড়বে ১,৫৪৫ টাকা এবং ইসি ভাড়া হিসাবে গুনতে হবে ২,৬৭০ টাকা। কোনও যাত্রী যদি হাওড়া থেকে মালদহ আসেন সিসি ভাড়া ৯৫০ টাকা এবং ইসি ভাড়া হিসেবে আপনাকে পকেট থেকে খসাতে হবে ১,৭৭৫ টাকা।

ফেরার পথে মালদহ থেকে হাওড়া ইসি ভাড়া ১,৮৬৫ টাকা ও সিসি ভাড়া ১,০৫০ টাকা হিসেবে রেলের তরফে নির্ধারিত হয়েছে। এর পাশাপাশি, বোলপুর থেকে মালদহ যাওয়ার জন্য সিসি ভাড়া ও ইসি ভাড়া বাবদ খরচ যথাক্রমে ৭১০ টাকা এবং ১,২৪৫ টাকা। আবার মালদহ থেকে বোলপুর আসতে সিসি ভাড়া পড়বে ৮১০ টাকা এবং ইসি ভাড়া ১,৩৮৫ টাকা। মালদহ টাউন থেকে বারসই জংশন যাওয়ার জন্য সিসি ভাড়া হিসেবে যাত্রীদের খরচ করতে হবে ৪৩০ টাকা। অন্যদিকে, ইসি ভাড়ার ক্ষেত্রে গুণতে হবে ৮২৫ টাকা। ফেরার পথে সিসি ভাড়া পড়বে ৪৪৫ টাকা এবং ইসি ভাড়া পড়বে ৮৪০ টাকা। বারসই থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য সিসি ভাড়া বরাদ্দ হয়েছে ৭২৫ টাকা এবং ইসি ভাড়ার জন্য দিতে হবে ১,২৩৫ টাকা। ফেরার পথে সিসি ভাড়া ৫২০ টাকা এবং ইসি ভাড়া ১,০৫০ টাকা। বোলপুর থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সিসি ভাড়া ১,৩১০ টাকা।

vande bharat dec 6

অন্যদিকে, ফেরার পথে অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে বোলপুরের সিসি ভাড়া ১,১৯০ টাকা এবং নিউ জলপাইগুড়ি থেকে বোলপুর ইসি ভাড়া ২,১৫০ টাকা। আর যাওয়ার সময় বোলপুর থেকে নিউ জলপাইগুড়ির ইসি ভাড়া হিসেবে খরচ হবে ২,৩০৫ টাকা। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথে সব থেকে কম দূরত্বের স্টপেজ মালদহ টাউন থেকে বারসই জংশন। তাই এই ক্ষেত্রে মাত্র ৪৩০ টাকা অথবা ৪৪৫ টাকাতেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর