বাংলাহান্ট ডেস্ক: বড়পর্দায় ফেরার জন্য কোমর বাঁধছেন শাহরুখ খান (Shahrukh Khan)। চলতি মাসেই কামব্যাক করার কথা রয়েছে তাঁর। কিন্তু ‘পাঠান’ এর প্রথম গান ‘বেশরম রঙ’ (Besharam Rang) নিয়ে বিতর্ক থামার নামই নেই। দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি নিয়ে একাধিক রাজ্যে বিশৃঙ্খলার অবস্থা। ইতিমধ্যেই একবার এই গানের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছে। এবার ফের উঠল সেই একই অভিযোগ।
পাকিস্তানি গায়ক সাজ্জাদ আলি অভিযোগ তুলেছেন বেশরম রঙ এর গানের সুর চুরি করা হয়েছে। তাঁর নিজের একটি পুরনো গান ‘আব কে হাম বিছড়ে’র সঙ্গে এই গানের নাকি অদ্ভূত মিল। সরাসরি পাঠান বা বেশরম রঙ এর নাম না করলেও পরোক্ষে নির্মাতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন সাজ্জাদ।
টুইটারে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘একটি নতুন ছবির গান শুনে আমার নিজের ২৬ বছরের পুরনো একটি গানের কথা মনে পড়ে গেল, আব হাম কে বিছড়ে। উপভোগ করুন’। তিনি সরাসরি কোনো গানের নাম না করলেও ভিডিওতে সাজ্জাদ আলির গান শুনে নেটিজেনরা বুঝে গিয়েছেন আসলে কোন গানের দিকে ইঙ্গিত করা হচ্ছে।
একজন লিখেছেন, বেশরম রঙ গানের সঙ্গে সুরের খুব মিল। জনৈক পাক নাগরিকের দাবি, ভারতীয়রা বরাবর পাকিস্তানিদের থেকে নকল করে। কিন্তু কৃতিত্ব দেয় না। এমনকি বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধেও উঠেছে চুরির অভিযোগ। কিন্তু এখনো বিষয়টা নিয়ে কোনো মন্তব্য আসেনি পাঠান নির্মাতাদের তরফে।
https://www.instagram.com/reel/CmoyPmKDuWA/?igshid=YmMyMTA2M2Y=
এটা অবশ্য প্রথম বার নয়। এর আগেও বেশরম রঙ এর বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছে। নেটিজেনদের অভিযোগ, বেশরম রং গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আসলে ফরাসি সঙ্গীতশিল্পী জৈন এর ‘মাকেবা’ গানটি থেকে নকল করা। দুটি ভিডিও পরপর জুড়ে অনেকে টুইটও করেছেন। দুটি গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকেই অদ্ভূত মিল যা নেটনাগরিকদের অভিযোগকেই এক রকম মান্যতা দিচ্ছে। কিন্তু বিতর্ক হাজারো উঠলেও কোনো বারই কোনো মন্তব্য করেননি শাহরুখ।