বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আগে থেকেই চর্চায় ছিল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেবের (Dev) নতুন ছবি ‘প্রজাপতি’। এই প্রথম কোনো ছবিতে একসঙ্গে জুটি বাঁধলেন তাঁরা। আর প্রথম কাজেই প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। দেবের সাম্প্রতিক প্রায় প্রতিটি ছবিই ভাল ব্যবসা করেছে বক্স অফিসে। ‘প্রজাপতি’ও প্রথম থেকেই গতি ধরে নিয়েছে। বিশেষ করে বছরের প্রথম দিনে রেকর্ড গড়েছে এই ছবি।
গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রজাপতি। আর পয়লা জানুয়ারি ২০২৩ শুধু বাংলা নয়, গোটা দেশে হাউজফুল চলেছে এই ছবি। এ রাজ্যের পাশাপাশি মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদেও মুক্তি পেয়েছে প্রজাপতি। বছরের প্রথম দিনে সর্বত্রই হাউজফুল ছিল ছবিটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া লাইভে এসে এই সুখবর দেন দেব। সঙ্গে ছিলেন ছবির পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায় চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে দেব লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমাদের স্বপ্নের প্রোজেক্ট নিয়ে আমরা ফিরছি আগামী ২৩ ডিসেম্বর ২০২৩। ছবির নাম এবং কাস্টিং খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে, সঙ্গে থাকুন’।
পাশাপাশি এদিন ফেসবুকে লাইভেও আসেন দেব এবং অতনু রায় চৌধুরী। অনুরাগীদের কিছু প্রশ্নের উত্তর দেন তাঁরা। সেখানেই অভিনেতা সাংসদ বলেন, প্রজাপতি নিয়ে কোনো রকম বিতর্ক তিনি চান না। এতে দর্শকরা ভয় পেয়ে যাবেন। বরং তাঁর আবেদন, দর্শকরা সকলে মিলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা উপভোগ করুন।
প্রজাপতি ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। ছবিটি নন্দনে মুক্তি না পাওয়া নিয়েই সমস্যার সূত্রপাত। বিরোধী দলের অভিযোগ, মহাগুরুর রাজনৈতিক পরিচয়ের জন্যই সরকারি প্রেক্ষাগৃহে জায়গা পায়নি প্রজাপতি। এই নিয়ে শুরু বিতর্ক।
https://www.instagram.com/p/Cm3cq4pSewx/?igshid=YmMyMTA2M2Y=
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েছিলেন দেব। কুণাল কটাক্ষ করেন, মিঠুন একজন ‘ফ্লপ’ অভিনেতা। তাঁর বদলে পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে ভাল হত। মিঠুনদাকে পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি ১০ গোল দিয়েছেন।
পালটা দেব বলেছিলেন, সিনেমা নিয়ে সম্ভবত ওঁর বিশেষ পড়াশোনা নেই। সিনেমা তাঁর উপরেই ছেড়ে দিলে ভাল। উত্তরে কুণাল ঘোষ বলেন, সিনেমাটা তাঁর থেকে দেব বেশি ভাল বোঝেন। তবে সবাই তো সবটা বোঝেন না। সবটা বুঝলে তো সব সিনেমাই হিট করবে।