বাংলাহান্ট ডেস্ক : নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোঁড়ার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। রেলওয়ে অ্যাক্টের (Railway Act) অধীনেই এই অভিযোগ করা হয়েছে বলে সূত্রের খবর। রিপোর্ট পাঠানো হয়েছে রেলমন্ত্রকে।
সেখানে উল্লেখ করে বলা হয়েছে এই ট্রেনের নিরাপত্তার জন্য কি কি করার প্রয়োজন। সামসি ও কুমারগঞ্জ স্টেশন থেকেও তলব করা হয়েছে রিপোর্ট। রেল সূত্রে জানা গিয়েছে, বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তার জন্য। আরপিএফ পাঠানো হয়েছে এলাকায়। জিআরপির পক্ষ থেকে তল্লাশি চালানো হয়েছে এলাকায়।
সোমবারের ঘটনার পর বন্দে ভারত এক্সপ্রেসে বাড়ানো হয়েছে অন বোর্ড আরপিএফ (RPF) জওয়ানের সংখ্যা। রেলের তরফে আরও জানা গিয়েছে, এই এক্সপ্রেস যাওয়ার আগে রেইকি ইঞ্জিন চালিয়ে নিশ্চিত করা হতে পারে নিরাপত্তা। বন্দে ভারত এক্সপ্রেসের দ্বিতীয় দিনে অভিযোগ ওঠে কেউ বা কারা এই ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছে। এই ঘটনার ফলে ভেঙে যায় কাচের দরজা। ঘটনাটি ঘটে মালদহের সামসির কুমারগঞ্জের কাছে।
এই এক্সপ্রেসের সি ১৩ কামরা ক্ষতিগ্রস্ত হয় এই হামলার ঘটনার জেরে। ঘটনার পর স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এছাড়াও এই ঘটনায় সমস্যা দেখা দেয় কোচের সেন্সর অটোমেটেড দরজা বন্ধ হওয়াতেও। সোমবার এনজিপি থেকে হাওড়ার উদ্দেশ্যে আসা বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার ঘটনা ঘটে মালদা টাউন স্টেশনে কাছে। রেলকর্তারা ব্যাপারটিকে যথেষ্ট গুরুত্বসহকারে দেখছেন।
সিসিআরও সব্যসাচী দে জানিয়েছেন, “এই ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ। আমরা এফআইআর দায়ের করেছি। এছাড়াও ঘটনাস্থলে গিয়েছিল আরপিএফ টিম। ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে সেই বিষয় তারা মানুষকে সতর্ক করেছেন। এই ঘটনার পর বাড়ানো হয়েছে অন বোর্ড আরপিএফ স্টাফ। এই ট্রেন সাধারণ জনগণের সম্পত্তি। ভবিষ্যতে যেন এই ধরনের কাজ আর না হয়। প্রথমত, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। আর দ্বিতীয়ত, এর ক্ষতি মানে সাধারণ জনগণের ক্ষতি।”