PPF এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে বড় ঘোষণা সরকারের! নতুন বছরে ভাঙল অনেকের আশা

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে নতুন ভাবে জীবন শুরু করতে চান অনেকেই। নিজেদের জীবন আরও উন্নত বানানোর লক্ষ্যে কাজ করতে চান তাঁরা। একইসঙ্গে বিনিয়োগের দিকেও পা বাড়ান তাঁরা। এর জন্য বেছে নেন বিভিন্ন সরকারি প্রকল্প (Government Savings Schemes)। কিন্তু এই নতুন বছরে বিনিয়োগকারীদের হতাশ করল কেন্দ্র। ফলে তাঁদের উত্তেজনায় ভাটা পড়েছে।

কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ প্রকল্পগুলি থেকে কর সংক্রান্ত নানা রকম সুবিধা পাওয়া যায়। পাশাপাশি, লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলেও সুবিধা মেলে। তাই অনেক মানুষই এই প্রকল্পগুলি বেছে নেন। এমনই দু’টি প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা। যদিও এই দু’টি স্কিমের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। 

Government Savings Scheme

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের লক্ষ্য হল মানুষকে বিনিয়োগের পথে নিয়ে আসা। যাতে তাঁরা লম্বা সময়ের জন্য সঞ্চয় করতে পারেন। একইসঙ্গে আয়করের উপরেও ছাড় দেওয়া হয়। তাই অনেকেই এই স্কিম বেছে নেন। অন্যদিকে, সুকন্যা সমৃদ্ধি যোজনার লক্ষ্য হল কন্যা সন্তানের সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা। এর জন্য কন্যার পিতাদের সঞ্চয় করতে উৎসাহ দেওয়া হয় এই যোজনার মাধ্যমে। 

Sukanya Samriddhi Scheme

এই দু’টি প্রকল্পেই প্রতি বছর বিভিন্ন হারে সুদ দেওয়া হয়। ফলে বিনিয়োগকারীরা এই দুই প্রকল্প বেছে নেন। নতুন বছরের শুরুতে তাঁদের আশা ছিল, এই দু’টি প্রকল্পে সুদের হার হয়তো বাড়াবে কেন্দ্র। কিন্তু তেমনটা হয়নি। কয়েকটি খুচরো সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ানো হলেও এগুলির সুদের হার একই রয়েছে। যার ফলে আশাহত হয়েছেন বিনিয়োগকারীরা। 

প্রসঙ্গত, বর্তমানে হাজার হাজার মানুষ পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। পিপিএফ-এর ক্ষেত্রে বছরে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়। অন্যদিকে, সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে বছরে ৭.৬ শতাংশ হারে দেওয়া হয় সুদ। বিনিয়োগকারীদের আশা ছিল, এ বার হয়তো সুদের হার কিছুটা বাড়ানো হতে পারে। কিন্তু সেই আশায় একেবারেই জল ঢেলে দিয়েছে কেন্দ্র।

Subhraroop

সম্পর্কিত খবর