বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু, দলনেত্রী ছাড়াও মুখ্যমন্ত্রীর আরেক পরিচয় রয়েছে। সেটা তাঁর শিল্পি পরিচয়। তবে নানা সময়ে বিরোধী মহল থেকে বিতর্কিত প্রশ্ন উঠে আসে রাজ্যের মুখ্যমন্ত্রীর শিল্পীসত্তা নিয়ে। এবার জোর গলায় বিরোধীদের বিতর্কের জবাব দিলেন তৃণমূল (Trinamool) নেত্রী। সোমবার নজরুল মঞ্চে কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর বই-ই সর্বাধিক বিক্রি হয়।
এই প্রথম নয় এর আগেও বহুবার নিজের লেখা বই, আঁকা ছবির রয়্যালটির কথা সকলকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিঁনি ফের একবার জানালেন, তাঁর সর্বাপেক্ষা বিক্রিত বইয়ের কথা, গানের সিডির জন্য ‘গোল্ডেন ডিস্ক’-এর কথা। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন “অনেকে তো জানেই না বড় বড় কথা বলেন। আমি তো পার্লামেন্ট থেকে সাতবারের সাংসদ ছিলাম। ১ লক্ষ টাকার বেশি আমার পেনশন হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবেও তো আমি সব মিলিয়ে দেড় লক্ষ টাকার উপরে পেতে পারি। কম করে। এখানে বিধায়কদের ভাতা কম যদিও। তবু সাড়ে ১১ বছর আমি এক পয়সাও নিইনি। আমি তো একটা প্রদর্শনী করে নিজের পেন্টিং করলেই ৬ কোটি ৭ কোটি এক এক সেকেন্ডে তুলে নিতে পারি। তা তো করি না।”
এরপর, নিজের আঁকা ছবির প্রদর্শনী নিয়ে বারংবার প্রশ্ন তোলা নিয়ে খানিক বিরক্ত হয়ে নেত্রী বলেন, ‘আমার ছবির প্রদর্শনী নিয়ে নানা প্রশ্ন তোলা হয়। কিন্তু কেন তা তোলা হবে? কেউ কারও সৃষ্টি কীভাবে ব্যবহার করবে তা তাঁর ব্যক্তিগত বিষয়।’ পাশাপাশি তিঁনি বলেন, “আজ যদি বলেন আপনার চলে কী করে? দল আমাদের সকলকেই দেখে। আমার এখনও পর্যন্ত প্রায় ১০৭-১০৮ টা বই বেরিয়ে গিয়েছে। তার বেশি হবে, কম বললাম। আমি প্রতি বছর বইয়ের রয়্যালটি পাই ১০ শতাংশ করে। যতগুলো বই বিক্রি হয়, সবটা তো আমাকে দেয়ও না। যতটা পাই ততটাই আমার যথেষ্ট। আমার বই সব থেকে বেশি বিক্রি হয়। আমি গর্বিত আপনাদের কাছে, বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে।”
এখানেই শেষ নয়, এদিন নিজের গানের সিডির রয়্যালটির কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিঁনি জানান, “আমার গানের সিডি আছে ইন্দ্রনীলরা জানে। গোল্ডেন ডিস্ক অনেক আগেই পেয়ে গিয়েছে। সেখান থেকে আমি একটা রয়্যালটি পাই বছরে ৪-৫ লক্ষ টাকার মতো। আমার ভালভাবেই চলে। একটা মানুষ। কী আসে যায়।“