একদিনে করোনায় মৃত ২৫ হাজার, ওষুধের জন্য হাহাকার চিনে! ‘অবস্থা আরও খারাপ হবে” হুঁশিয়ারি হু’র

বাংলা হান্ট ডেস্ক : করোনার বিএফ.৭ ভ্যারিয়েন্টের দাপটে ভয়াবহ দশা চিনে (China Covid Situation)। ফিরে আসছে ২০২০ সালের ভয়ংকর সব স্মৃতি। প্রতিদিন নতুন সংক্রমণের সংখ্যা ১০ লক্ষেরও বেশি! পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রায় ভেঙে পড়েছে স্বাস্থ্য-কাঠামো। নেই প্রয়োজনীয় ওষুধ। পাওয়া যাচ্ছে না বেড। চারিদিকে শুধুই হাহাকার।

দিন কয়েক আগেই বেজিংয়ের একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় বেডের অভাবে মাটিতে শুয়ে মরণাপন্ন রোগীরা। সেখানেই দেওয়া হচ্ছে সিপিআর! মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়ে। মর্গগুলিতেও উপচে পড়ছে ভিড়। শ্মশানেও লম্বা লাইন। এসবের মধ্যেই বাজারে চরম সংকট শুরু হয়েছে ওষুধ নিয়ে। প্রতিটা পরিবারেই একাধিক সদস্য আক্রান্ত জ্বরে।

china 5

অবস্থা সামাল দিতে অবসর প্রাপ্ত চিকিৎসকদের আবারও কাজে যোগ দিতে বলা হয়েছে। উইবোতে ভাইরাল হয়েছে একটি ভিডিওতে দেখা গেছে গুয়াংঝং প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসকের সামনে হাঁটু গেড়ে বসে সন্তানের চিকিৎসার জন্য কাতর আর্জি জানাচ্ছেন বাবা। অসহায় এক চিকিৎসক তাঁকে বলছেন, ‘সবাই ৬-৮ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। সবাই অপেক্ষা করছে, শিশু থেকে বৃদ্ধ। আপনিই একা নন।’

চিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। হু-প্রধান টেড্রস অ্যাদানম গিব্রিয়েসাস দাবি করেছেন, চিনে করোনায় ঠিক কতজনের মৃত্যু হচ্ছে সে ব্যাপারে সঠিক তথ্য সামনে আসে নি। চিন আক্রান্ত ও মৃতের সংখ্যা গোপন করছে। বিশেষ সূত্রে খবর, চিনে হাজারে হাজারে প্রাণ যাচ্ছে প্রায় রোজই। এমনকি আগামী তিন মাসের মধ্যে চিনে অন্তত ২০ লাখ মানুষের করোনায় মৃত্যু হতে পারে বলে অনুমানও করা হচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর