ডুববে না গ্রাহকদের একটাও টাকা! SBI সহ এই তিন ব্যাঙ্ক’কে সবথেকে নিরাপদ বলে ঘোষণা RBI-র

বাংলাহান্ট ডেস্ক: ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্ক (Safest Bank of India) কোনটি? কোথায় টাকা রাখা সবচেয়ে নিরাপদ? এই প্রশ্নগুলি কি আপনার মনেও আসে? তাহলে জানিয়ে রাখি, রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে দেশের সব থেকে নিরাপদ ব্যাঙ্ক কোনগুলি। এই তালিকায় একটি সরকারি ও দু’টি বেসরকারি ব্যাঙ্ক রয়েছে। 

যে কোনও বড় ব্যাঙ্ক যদি কোনও কারণে ডুবে যায়, তাহলে কেবল গ্রাহকদেরই ক্ষতি হয় না। গ্রাহকদের পাশাপাশি দেশের অর্থনীতিতেও চাপ পড়ে। সে জন্য মানুষ সব সময়েই নিজের কষ্টার্জিত উপার্জন রাখার জন্য নিরাপদ ব্যাঙ্কের খোঁজ করেন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাঙ্ক দেশীয় পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের একটি তালিকা প্রকাশ করেছে। 

state bank of india

গত বছরের তালিকায় থাকা কিছু ব্যাঙ্কের নামও রয়েছে সেই তালিকায়। অতএব, এগুলি সবচেয়ে নিরাপদ ব্যাঙ্ক। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক তালিকায় রয়েছে। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের নামও রয়েছে তালিকায়। কেন্দ্রীয় ব্যাঙ্কের তালিকায় এমন ব্যাঙ্কের নাম রয়েছে যেগুলি ডুবে গেলে দেশের ব্যাঙ্কিং পরিষেবায় নেতিবাচক প্রভাব পড়বে।

hdfc bank

এই সমস্ত ব্যাঙ্কগুলির উপর বিশেষ নজর রাখে আরবিআই। তালিকায় থাকা ব্যাঙ্কগুলিকে কড়া নিয়মের মধ্যে রাখে রিজার্ভ ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলি কিছুটা সম্পত্তি ‘টিয়ার-১ ইক্যুইটি’ হিসেবে রাখে। স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে এটি ০.৬০ শতাংশ। এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে এটি ০.২০ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের এই তালিকা ভারতের অর্থনৈতিক ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

প্রতি বছর অগস্ট মাসে ব্যাঙ্কগুলিকে রেটিং দেয় রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কগুলির ব্যবসার হারের উপর ভিত্তি করে এই রেটিং দেওয়া হয়। এরপর দেশের গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের একটি তালিকা প্রকাশ করা হয়। এখনও অবধি মাত্র ৩টি ব্যাঙ্ককেই এই তালিকায় রাখা হয়েছে। এই ব্যাঙ্কগুলি যাতে কোনও ভাবেই ডুবে না যায়, সেদিকে নজর দেওয়া হয়। এমনকী, সরকারের তরফেও সাহায্য করা হয়।

Subhraroop

সম্পর্কিত খবর