আসেছেন না অমিত শাহ! আপাতত স্থগিত বাংলা সফর, জেনে নিন কেন?

বাংলা হান্ট ডেস্ক : ২২-র শেষে কলকাতায় এসেছিলেন বৈঠকের সূত্রে। এবার, আবারও ২৩-র শুরুতে বাংলায় আসার কথা ছিল অমিত শাহের (Amit Shah)। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল সেই সফর। কেন? ১৬ ও ১৭ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। জানা যাচ্ছে, এই বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডার (JP Nadda) মেয়াদ বাড়ানোর প্রস্তাবে আনুষ্ঠানিক ভাবে সিলমোহর দেওয়া হতে পারে।

সামনের বছরই লোকসভা নির্বাচন। রাজ্যে বিজেপির সংগঠনকে আরও মজবুত করতে এবার তৎপর হয়েছেন অমিত শাহ। ৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে ১১ টি রাজ্যে সফর করবেন তিনি। আসার কথা ছিল বাংলাতেও। ১৭ জানুয়ারি এ রাজ্যে আসার কথা শাহের। কোথায়, কবে কী কর্মসূচি থাকবে তা এখনও জানা যায়নি। সেই পরিকল্পনা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয় দলের রাজ্য নেতৃত্বকে।

amit shah

আগের মাসেই পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে কলকাতা আসেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় সহ সেবার নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের হিমন্ত সোরেন ও ওড়িশার নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করেন তিনি। শুধু তাই নয়, মুরলীধন সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরেও যান শাহ। সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। বৈঠকে ছিলেন দলের আরও ১৪ জন নেতা।

প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচন হবে কর্ণাটক, মেঘালয়া, নাগাল্যান্ড, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানা। এরই সাথে নির্বাচন হবে জম্মুকাশ্মীরেও। প্রত্যেকটি রাজ্যেই জোর কদমে শুরু হয়ে হয়ে গেছে প্রস্তুতি। জানা যাচ্ছে, আগামী তিনমাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে যাবেন।

Sudipto

সম্পর্কিত খবর