মর্মান্তিক! আস্তাকুঁড়ে পড়ে সদ্যোজাতের দেহ, সারারাত আগলে বসে রইল পথকুকুর

বাংলাহান্ট ডেস্ক: কোনও কারণে অভিভাবক হয়তো সদ্যজাতকে রেখে গেলেন আস্তাকুঁড়ে। সেই সদ্যোজাতকে খুবলে খেল পথকুকুরের দল। এমন ঘটনার কথা প্রায়ই শোনা যায়। তাই সাধারণত মানুষের আক্রোশের লক্ষ্যে থাকে তারা। তবে এ বার পুরোপুরি অন্যরকম একটি নজির দেখা গেল। যেখানে পথকুকুর দেহ তো খুবলে খেলই না, বরং সারা রাত ধরে পাহাড়া দিল।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাজিপুরের শ্রীপুরে। সেখানে সারা রাত আবর্জনার স্তুপের কাছে এক নবজাতকের দেহ আগলে পাহাড়া দিল পথকুকুরের দল। মৃত সদ্যোজাতের বয়স ১ দিন। ময়লার স্তুপ থেকে পলিথিনে মোড়ানো তার দেহ উদ্ধার হয়। 

baby death

নবজাতকের মৃতদেহ প্রথমে দেখতে পান এক সাফাইকর্মী। সকালে ওই আবর্জনার স্তুপে ময়লা তুলতে এলে সদ্যোজাতের দেহ দেখতে পান তিনি। সকাল আটটা নাগাদ ওই দৃশ্য দেখে ঘাবড়ে যান। আশেপাশের লোক জড়ো করেন। খবর যায় পুরসভাতেও। 

street dogs

ওই সাফাইকর্মীই জানান, একদল পথকুকুরকে ওই নবজাতকের দেহ আগলে পাহাড়া দিতে দেখেন তিনি। পুরসভার তরফে পরে এসে ওই দেহ উদ্ধার করা হয়। তবে ওই নবজাতকের দেহ আস্তাকুঁড়ে কে বা কারা ফেলে গিয়েছিল, সেই হদিস মেলেনি। সদ্যোজাতের পরিচয় জানতে হাসপাতাল ও ক্লিনিকগুলিতে জিজ্ঞাসাবাদ করছে শ্রীপুর থানার পুলিশ।

ভারতেও এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে। গত ২৫ ডিসেম্বর এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে মালদহে। প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়া এক সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এক পুত্রসন্তানের ওই দেহটি উদ্ধার করেছিল মালদহ থানার পুলিশ। উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা ওই সদ্যোজাতের দেহ সেখানে ফেলে দিয়ে গেল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Subhraroop

সম্পর্কিত খবর