ঐন্দ্রিলার স্মৃতি সঙ্গে নিয়ে ফের সিরিয়ালে সব্যসাচী, অনস্ক্রিন স্ত্রী হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মৃত্যুর পর এক মাস ইতিমধ্যেই অতিবাহিত। তাঁর স্মৃতি সঙ্গে নিয়েই ধীরে ধীরে মুভ অন করার চেষ্টা করছেন সবথেকে প্রিয় মানুষ সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। অভিনেত্রী বিদায় নেওয়ার পর তিনিও সোশ্যাল মিডিয়া, যাবতীয় লাইমলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু সরিয়ে নেব বললেই কি নেওয়া যায়?

অভিনেতা অভিনেত্রীরা সবসময়ই আতশকাঁচের তলায় থাকেন। আর সব্যসাচীকে নিয়ে নেটিজেনদের কৌতূহল, উদ্বেগও বেশি। ঐন্দ্রিলার শেষকৃত্যের আগে তাঁর পায়ে সব্যসাচীর শেষ চুম্বনের দৃশ্যটা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে বর্ষশেষের সন্ধ্যায় ক্যামেরার সামনে আসা মাত্র ফের চর্চায় উঠে এসেছেন সব্যসাচী।

Aindrila sabyasachi 1

তাই তাঁর অভিনয়ে ফেরার খবরটা যে হট টপিক হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। খুব শীঘ্রই সাধক রামপ্রসাদ রূপে ছোটপর্দায় ফিরতে চলেছেন সব্যসাচী, টেলিপাড়া সূত্রে খবর এমনটাই। সিরিয়ালের প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। এবার প্রকাশ্যে এল নায়িকার নাম।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রামপ্রসাদ অর্থাৎ সব্যসাচীর অনস্ক্রিন স্ত্রী রূপে দেখা যাবে ‘সৌদামিনীর সংসার’ খ্যাত সু্স্মিলি আচার্যকে। ‘করুণাময়ী রাণী রাসমণি’তেও দেখা গিয়েছিল তাঁকে। সু্স্মিলি জানিয়েছেন, সিরিয়াল নিয়ে কথাবার্তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কানাঘুঁষো বলছে, ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো শুটও নাকি হয়ে গিয়েছে।

sushmili

সম্প্রতি নিজের ক্যাফে ‘HODOLS’ এ বর্ষশেষের সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। বন্ধু অভিনেতা সৌরভ দাস এবং দিব্যপ্রকাশের সঙ্গে এই ক্যাফে খুলেছিলেন সব্যসাচী। বয়স বেশি হয়নি ‘HODOLS’ এর। ক্যাফেটার অনেকখানি জুড়ে ছিলেন ঐন্দ্রিলাও। উদ্বোধনের দিন থেকে শুরু করে একাধিক বার এই ক্যাফেতে সকলের সঙ্গে আড্ডা দিয়েছিলেন তিনি।

এতদিন নিজেকে আড়াল করে রেখেছিলেন তিনি। কিন্তু বছরের শেষ সন্ধ্যায় বন্ধুরা একা থাকতে দেননি সব্যসাচীকে। সৌরভ এবং দিব্যর সঙ্গেই ক্যাফেতে দেখা গেল তাঁকে। আগের মুখ ভর্তি গোঁফ দাড়ি ওয়ালা লুক আর নেই সব্যসাচীর। ক্লিন শেভ করা, সাধারণ সোয়েটশার্ট, জিন্সের ক্যাজুয়াল পোশাকে দেখা মিলল তাঁর। এতদিন পর সব্যসাচীকে দেখে খুশি নেটিজেনরা। তবে ক্যামেরার সামনে তাঁর ম্লান মুখ নজর এড়ায়নি কারোরই। তবে নতুন করে তাঁকে টেলিভিশনের পর্দায় দেখতে দিন গুণছেন সকলেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর