মর্মান্তিক! ডিজে বাজানোর প্রতিবাদ করায় মালদহে TMC নেতাকে পিটিয়ে খুন করল একদল যুবক

বাংলা হান্ট ডেস্কঃ মর্মান্তিক এক ঘটনার সাক্ষী রইল মালদা (Malda)! তারস্বরে বাজানো হচ্ছিল ডিজে। সেই ঘটনার প্রতিবাদ করাতেই পিটিয়ে খুন করা হল আফজাল মোমিন (৬৫) নামক এক তৃণমূল নেতাকে (Trinamool Leader) । ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পরে গিয়েছে গোটা এলাকায়।

ঠিক কী জানা যাচ্ছে? ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি পাঠানপাড়ায়। সোমবার দুপুরে উচ্চ আওয়াজে ডিজে বাজিয়ে পিকনিক করছিলেন কয়েকজন স্থানীয় যুবক। বাবলা কমলপুর এলাকার পাঠানপাড়ায় চলছিল সেই বনভোজন। ডিজের প্রচন্ড শব্দে গ্রামের মানুষদের অসুবিধা হওয়ায় স্থানীয় দুই বাসিন্দা ফারুক শেখ এবং আফজাল মোমিন বারংবার শব্দ কমানোর জন্য ওই যুবকদের অনুরোধ করেন।

এরপর তাঁদের অনুরোধে সাময়িকভাবে আওয়াজ কমিয়ে দেন ওই যুবকের দল। কিন্তু বিপত্তি ঘটে পরদিন। মঙ্গলবার রাতে ফের উচ্চ আওয়াজ করে ডিজে বাজাতে শুরু করে ওই যুবকেরা। এরপর ঘটনার প্রতিবাদে তাঁদের বিরুদ্ধে সরব হন এলাকার মানুষজন। কিন্তু তাতেও সুরাহা না হওয়ায় শেষমেশ গ্রামের বাসিন্দা তথা সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী আফজাল মোমিন যুবকদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

অভিযোগ, এরপরেই সেই যুবকেরা তৃণমূল নেতাকে প্রথমে ধাক্কা মারে। এরপর প্রচণ্ড মারধর চালায় তার ওপর। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবকের দল। এরপর মোমিনকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় মোথাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে ততক্ষনে চিরতরে চোখ বুজেছেন মোমিন। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, ঘটনার পর ওই এলাকায় পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ। মৃত তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই যুবকদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর