পরিবার কাশ্মীরি, তাহলে পদবী খান কেন? চমকে দেবে শাহরুখের উত্তর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিগত চার বছর ধরে নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। ‘জিরো’র ব্যর্থতার পর থেকেই স্বেচ্ছায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। দীর্ঘ দিন প্রিয় বাদশাকে ক্যামেরার সামনে পাননি অনুরাগীরা। তবে ‘পাঠান’ হয়ে বড়পর্দায় ফেরার আগে কারোর কোনো অভিযোগ রাখতে চান না কিং খান। তাই কয়েক দিন অন্তর অন্তরই সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক এসআরকে’ সেশন রাখছেন তিনি।

কিছুদিন আগেই টুইটারে ছোট্ট করে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন শাহরুখ। অনুরাগীরা যেমন খুশি প্রশ্ন করতে পারেন তাঁকে, সাধ্যমতো উত্তর দেবেন তিনি। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এই ছিল শর্ত। ঘোষনা করা মাত্রই প্রশ্নের ঢল নেমেছিল টুইটারে। সব প্রশ্নের উত্তর তো আর একদিনে দেওয়া সম্ভব হয় না। তাই এদিন ফের আস্ক এসআরকে সেশন রেখেছিলেন শাহরুখ।

shahrukh unwell

আসন্ন পাঠান ছবি থেকে শুরু করে নানান ধরণের প্রশ্ন করতে শুরু করেন নেটিজেনরা। কয়েকজন আবার ‘হটকে’ প্রশ্ন করে শাহরুখের নজর কাড়ার চেষ্টা করেন। কয়েকজন সফলও হন। এমনি একজন প্রশ্ন করেছিলেন, ‘খান সাব আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো কাশ্মীরি তাই না? তাহলে নিজের নামের সঙ্গে খান কেন লাগান আপনি?’

হাজারো টুইটের ভিড়ে এই প্রশ্নটা নজর এড়ায়নি শাহরুখের। উত্তরে তিনি লিখেছেন, ‘গোটা বিশ্ব আমার পরিবার। পরিবারের নাম দিয়ে নাম হয় না। কাজ দিয়ে নাম হয়। ছোট ছোট বিষয় নিয়ে মাথা ঘামাবেন না দয়া করে’। আরেকজন প্রশ্ন করেছিলেন, এক মাসে কত টাকা কামান শাহরুখ? কিং খানের চটজলদি উত্তর, ‘প্রচুর ভালবাসা কামাই প্রতিদিন’।

 

প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন মুক্তি পেতে চলেছে পাঠান। দুটি গান প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে। তবে ট্রেলারের এখনো কোনো নামগন্ধ নেই। অবশ্য ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ নিয়েই বিতর্ক তুঙ্গে বেশ কিছুদিন ধরে। কিন্তু এখনো পর্যন্ত সরাসরি বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি শাহরুখ।

X