বাংলা হান্ট ডেস্ক : আবারও মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারের। বিগত এক বছরে যোগির রাজ্যের মাদ্রাসাগুলি (Madrasa) বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। বারবার মাদ্রাসা কর্তৃপক্ষের অপছন্দের সিদ্ধান্ত নিয়েছে যোগি আদিত্যনাথ প্রশাসন। মাদ্রাসার সিলেবাসে যে আমূল পরিবর্তন আসবে, তা জানাই ছিল। বুধবার সেই সম্ভাবনাতেই শিলমোহর করল। সিলেবাস পরিবর্তনের ঘোষণা করা হল মাদ্রাসা শিক্ষা পরিষদের পক্ষ থেকে। জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষা সংসদ বা ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (NCERT) তৈরি করা সিলেবাসই পড়াশোনা করবে মাদ্রাসার পড়ুয়ারা।
মাদ্রাসা শিক্ষা পরিষদের চেয়ারপার্সন ইফতিকার আহমেদ জাভেদ জানান, ‘ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন সিলেবাসে।’ তিনি আরও জানান, ‘এবার থেকে মাদ্রাসার পড়ুয়ারা অঙ্ক, বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা পাবে। প্রসঙ্গত, গত বছর নভেম্বের মাসে ওয়াকফ বোর্ড জানায় মাদ্রাসার সিলেবাস বদল আসবে। নতুন সিলেবাস তৈরি করার দায়িত্ব নেবে এনসিইআরটি। ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নেয়, আগামী দিনে সমস্ত ধর্মের পড়ুয়ারাই মাদ্রাসায় শিক্ষায় অংশ নিতে পারবে। আধুনিকিকরণ করা হবে ইসলামিক স্কুলগুলির। পড়য়াদের জন্য তৈরি হবে নির্দিষ্ট রঙের ইউনিফর্ম। ওয়াকফ বোর্ডের প্রধান শাদাব শামস বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হল মাদ্রাসা পড়ুয়াদের আবার সমাজের মূলস্রোতে আনা। পরবর্তীকালে সিবিএসই অথবা রাজ্যের বোর্ডের অনুমোদন নেওয়ারও চেষ্টা করা হবে।’
গত অক্টোবরে একটি রাজ্য সরকারের তরফ থেকে একটি সমীক্ষা করা হয়। সে রাজ্যের ৩০৭টি মাদ্রাসাকে (Madrasa) বেআইনি ঘোষণা করে উত্তর প্রদেশ সরকার। অভিযোগ ওই মাদ্রাসাগুলি একাধিক সরকারি বিধি লঙ্ঘন করেছে। এই কারণ দেখিয়েই তাদের বেআইনি বলে ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, বেআইনি ঘোষিত মাদ্রাসাগুলির মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উল্লামও।
গত বছরে মাদ্রাসা-সহ রাজ্যের একাধিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ করেছে যোগি সরকার। এইসঙ্গে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণেও জোর দেওয়া হয়। সিলেবাসে ধর্মীয় শিক্ষার পাশাপাশি হিন্দি, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের মতো বিষয়গুলিও পড়ানো হবে বলে জানা যায়।