বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia Cricket) মাটিতে এইমুহূর্তে সিরিজের তৃতীয় ও নিয়ম রক্ষার টেস্টটি খেলছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। সিরিজের প্রথম দুটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে অজিরা। তৃতীয় ম্যাচেও টসে জিতে জয়ের দিকেই এগোচ্ছে কামিন্সরা। প্রথমে ব্যাট করতে নেমে উসমান খাওয়াজার (Usman Khawaja) শতরানে ভর করে ইতিমধ্যেই ৪০০-র গণ্ডি অতিক্রম করে গিয়েছে অস্ট্রেলিয়া। খাওয়াজার পাশাপাশি শতরান করেছেন অস্ট্রেলিয়ার এই প্রজন্মের সেরা টেস্ট ব্যাটার স্টিভ স্মিথও (Steve Smith)।
এটি ছিল স্টিভ স্মিথের কেরিয়ারের ৩০ তম টেস্ট শতরান (১০৪)। কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সর্বকালের সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যানের শতরান সংখ্যা (২৯) পেরিয়ে গিয়েছেন স্মিথ। তবে দ্বিশতরানের নিরীখে অজি কিংবদন্তির থেকে অনেকটাই পিছিয়ে তিনি।
আন্তর্জাতিক টেস্ট দ্বিশতরানের দিক দিয়ে এইমুহূর্তে সক্রিয় থাকা ক্রিকেটারদের মধ্যে স্মিথ রয়েছেন ৩ নম্বরে। তার তালিকায়। আগে রয়েছেন জো রুট (৫) ও বিরাট কোহলি। আরেক তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনেরও এই ফরম্যাটে ৪টি দ্বিশতরান রয়েছে। তবে টেস্ট শতরানের দিক দিয়ে প্রত্যেককেই পেছনে ফেলে দিয়েছেন স্মিথ।
তবে অজিদের মধ্যে সর্বোচ্চ টেস্ট শতরানের দিক দিয়ে এখনো তিন নম্বরে রয়েছেন স্মিথ। তার আগে রয়েছেন আরও তিনজন কিংবদন্তি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ টেস্ট শতরানের রেকর্ড রয়েছে রিকি পন্টিংয়ের নামে। এই ফরম্যাটে তিনি মোট ৪১টি শতরান করেছেন। এরপর ৩২টি শতরান নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ ওয়া। ৩০টি শতরান নিয়ে তার সঙ্গে একই স্থানে রয়েছেন ম্যাথু হেডেন।
বর্তমান প্রজন্মের সবচেয়ে বেশি টেস্ট শতরানকারীদের তালিকা:
● স্টিভ স্মিথ (৩০)
● জো রুট (২৮)
● বিরাট কোহলি (২৭)
● কেন উইলিয়ামসন (২৫)