বাংলা হান্ট নিউজ ডেস্ক: নতুন বছর আরম্ভ হওয়ার দুই দিন আগেই ভয়ানক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিশভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভারতীয় উইকেটরক্ষক। মারাত্মক কোন আঘাত না লাগলেও যেটুকু ক্ষতি হয়েছে শরীরের তাও একেবারেই হেলাফেলা করার মত নয়। সেই কারণেই কাল তাকে বিমানে করে উড়িয়ে নিয়ে আসা হয়েছে মুম্বাইতে।
কিন্তু কেন এমন চটজলদি সিদ্ধান্ত নেওয়া হল তারকা ভারতে উইকেটরক্ষককে নিয়ে। বিসিসিআই (BCCI) জানিয়েছে, “রিশভ পন্থের লিগামেন্টে অতি দ্রুত অস্ত্রোপচার করা দরকার। বিসিসিআইয়ের নিজস্ব মেডিক্যাল টিম তাকে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বোর্ডের তরফ থেকে তাকে সব রকম ভাবে সাহায্য করার অঙ্গীকার করা হচ্ছে এবং এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় ছিল।”
মুম্বাইতে পন্থের চিকিৎসার দায়িত্বে থাকছেন ডক্টর দিনশ পার্দিওয়ালা। ইনি এর আগে চোটগ্রস্ত সচিন টেন্ডুলকার, যুবরাজ সিং, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজার পাশাপাশি দেশের একাধিক অলিম্পিয়াদের চিকিৎসার দায়িত্বে ছিলেন। পন্থের ক্ষেত্রে চিকিৎসার যত দেরি হতো তত তার ক্ষতি আশঙ্কা বেড়ে যেত। তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পন্থের এই বিমান যাত্রার খরচও তারাই বহন করবে।
পন্থের হাঁটু ও গোড়ালির চোটের এমআরআই স্ক্যান এখনও করা হয়নি। তবে কালকে ওই সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআই-এর তালিকাভুক্ত চিকিৎসক এবং দেরাদুনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের মধ্যে দুই-তিন দফা বৈঠক হয়েছিল বৈঠকের পর ঠিক হয়েছে যে তার দ্রুত চিকিৎসা দরকার। তাই তাকে কাল অত্যন্ত সতর্কতার সাথে মুম্বাইয়ে আনা হয়েছে।
কিন্তু ভারতীয় তারকাকে আবার কবে পরিচিত অবস্থায় মাঠে দেখা যাবে? এই নিয়ে কোনও নির্দিষ্ট তথ্য বিসিসিআইয়ের কাছ থেকে পাওয়া যায়নি প্রাথমিকভাবে। কিন্তু এবার এই নিয়ে একটি তথ্য পাওয়া গিয়েছে। স্পোর্টস উইকির প্রতিবেদন অনুসারে রিশভ পন্থ আবার মাঠে ফিরবেন জুন মাসে যখন ভারতীয় দল ব্যস্ত থাকবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) প্রস্তুতিতে। প্রসঙ্গত আসন্ন দুই মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে টেস্ট সিরিজ ভারত ঘরের মাটিতে খেলবে সেই সিরিজে জয় পেলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামা নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের।